মাহফুজকে বোতল নিক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানালেন হাসনাত

0
49
হাসনাত আব্দুল্লাহ ও উপদেষ্টা মাহফুজ আলম

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বুধবার (১৪ মে) রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে হাসনাত আবদুল্লাহ লেখেন, সমালোচনা গণতান্ত্রিক অধিকার, তবে শারীরিক লাঞ্ছনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন আচরণের কোনো যুক্তিসংগত ব্যাখ্যা থাকতে পারে না।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক লেখেন, একজন রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে মাহফুজ আলম সমস্যা সমাধানের উদ্দেশ্যে শিক্ষার্থীদের কাছে গিয়েছিলেন। সেখানে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। এটা মনে রাখা জরুরি- তিনি আপনাদের প্রতিনিধিত্বের দাবি বিবেচনায় নিয়েই আপনাদের সামনে উপস্থিত হয়েছিলেন। কিন্তু এই ধরনের উগ্র ও হঠকারী আচরণ ভবিষ্যতে কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না; বরং গণতান্ত্রিক আন্দোলনের নৈতিক ভিত্তিকেই প্রশ্নবিদ্ধ করবে।

তিনি আরও বলেন, মাহফুজ আলম এই ঘটনার বিষয়ে আইনি পদক্ষেপ নেবেন কি না, সেটা তার সিদ্ধান্ত। তবে আন্দোলনের নেতৃত্বের উচিত এই ঘটনার জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করা এবং ভবিষ্যতে এ ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ড যাতে আর না ঘটে, তার নিশ্চয়তা দেওয়া।

অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে হাসনাত আব্দুল্লাহ বলেন, ছাত্রদের সামনে উপদেষ্টাদের পাঠিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজেদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে- এমন একটি প্রবণতা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বারবার আশ্বাস দেওয়া হলেও সেই অনুযায়ী কার্যকর পদক্ষেপ এখনও নেওয়া হয়নি। কেন এই দেরি হচ্ছে, তা বর্তমান সরকারকে পরিষ্কার করে ব্যাখ্যা করতে হবে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.