বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের। কাল ২১৬তম ওয়ানডে খেললেন উইকেটকিপার ব্যাটসম্যান। পেছনে পড়লেন বাংলাদেশের জার্সিতে ২১৫ ওয়ানডে খেলা মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি অবশ্য এশিয়া একাদশের হয়ে আরও দুটি ওয়ানডে খেলেছেন।
বাংলাদেশের পক্ষে সবচেয়ে ওয়ানডে |
মুশফিকুর রহিম |
২১৬ |
মাশরাফি বিন মুর্তজা |
২১৫ |
সাকিব আল হাসান |
২০৬ |
তামিম ইকবাল |
২০৪ |
মাহমুদউল্লাহ |
১৮৫ |
৪০১ |
আন্তর্জাতিক ক্রিকেটে ফিল্ডার মুশফিকের শিকার। ফিল্ডিংয়ে ৪০০ শিকারে ১৮তম খেলোয়াড় বাংলাদেশের সাবেক অধিনায়ক। ৪০১ শিকারের ৩৯৩টি উইকেটকিপার হিসেবে করেছেন মুশফিক। |
|
৩ |
ওয়ানডে ক্যারিয়ারে ষষ্ঠবার এক ম্যাচে ৩টি ক্যাচ নিলেন সাব্বির রহমান। বাংলাদেশের ফিল্ডারদের মধ্যে ম্যাচে তিন বা বেশি ক্যাচ নেওয়ায় দুইয়ে মাহমুদউল্লাহ ও সৌম্য সরকার। তিনবার করে তিন বা বেশি ক্যাচ নিয়েছেন এঁরা। |
|
৫ |
বাংলাদেশের পঞ্চম খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে এক ম্যাচে ফিফটি ও ৩ উইকেট পেলেন সৌম্য সরকার। প্রথম চারজন মোহাম্মদ রফিক, রাজিন সালেহ, সাকিব আল হাসান (৮ বার) ও মাহমুদউল্লাহ (২ বার)। |
|
৩/৫৬ |
সৌম্য সরকারের বোলিং বিশ্লেষণ। ওয়ানডেতে সৌম্যর সেরা বোলিং এটিই। পেছনে পড়ল বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৮ রানে রানে ৩ উইকেট। |
|
২১ |
সিরিজে তামিম ইকবালের রান। এক সিরিজে তিনবার ব্যাট করে যা তামিমের তৃতীয় সর্বনিম্ন। দ্বিতীয় সর্বনিম্ন এ বছরই নিউজিল্যান্ডে ১০ রান, সর্বনিম্ন ৪ রান ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে। |