মালয়েশিয়ায় বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩

0
62
মালয়েশিয়া পুলিশ

ডাকাত দলের সদস্য সন্দেহে মালয়েশিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ ৩ বিদেশি নিহত হয়েছেন।

বুধবার (১৩ মার্চ) মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার এ তথ্য জানিয়েছে।

নিহতদের মধ্যে দুইজন ভিয়েতনামী পুরুষ ও একজন বাংলাদেশি। ভিয়েতনামের দুই নাগরিকের বয়স যথাক্রমে ৩৬ ও ৪৪। বাংলাদেশি নাগরিকের বয়স ৩৮। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশের ধারণা, নিহতরা একটি গয়নার দোকানে ভাঙচুরের ঘটনায় সন্দেহভাজন ছিলেন এবং তারা ‘সেন্ট্রো গ্যাং’-এর সদস্য।

দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়, পেকানে পাহাং রাজ্য উন্নয়ন বোর্ড এলাকায় একটি গাড়ি এবং ও তার আরোহীদের আচরণ দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ গাড়িটিকে থামানোর নির্দেশ দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশও ধাওয়া করে। একপর্যায়ে তারা পুলিশের গাড়িকে ধাক্কা দিলে তাদের গাড়ি থেমে যায়। পরে পুলিশ গাড়িটি দেখতে গেলে সন্দেহভাজন ব্যক্তিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি চালালে গাড়িতে থাকা তিনজনের মৃত্যু হয়।

পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে একটি গ্লক-১৭ পিস্তল, সাতটি গুলি এবং পিস্তলের তিনটি খাপ পাওয়া যায়। এ ছাড়া গাড়িতে ড্রিল ও গ্রাইন্ডার, ম্যাচেট ও লোহার হাতুড়িসহ বেশ কিছু জিনিস পায় পুলিশ।

সন্দেহভাজন ওই দুই ভিয়েতনামির পাসপোর্ট ছিল এবং তারা ভিজিটর হিসেবে মালয়েশিয়ায় প্রবেশ করেছিল। তবে পুলিশ এখনও সন্দেহভাজন বাংলাদেশি সম্পর্কে খোঁজখবর করছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.