‘‘রাঙ্গামাটি রাজবন বিহার’’ বাংলাদেশের অন্যতম বুদ্ধ তীর্থস্থানে প্রতি বছর মার বিজয়ী উপগুপ্ত পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এ বছরও একই নিয়মে ধর্মীয় ভাবগাম্ভিয্যের মাধ্যমে মার বিজয়ী উপগুপ্ত পূজা ২০২৫ নানান অনুষ্ঠানমালায় উদযাপন করা হবে।
সকালে বুদ্ধ পতাকা উত্তোলন, বুদ্ধপূজা, উপগুপ্ত পূজা, সীবলী পূজা, ভিক্ষুদের পিন্ডদান, সংঘদানসহ নানাবিদ অনুষ্ঠান করা হবে।মার বিজয়ী উপগুপ্ত পূজার দৃশ্য
বিকেল ৪:৩০টায় পানিতে উপগুপ্ত ভান্তের উদ্দেশ্যে চুরাশি হাজার বাতি প্রজ্জলন করা হবে। বিশ্বজুড়ে মারের বিভিন্ন উপদ্রব হতে রক্ষা পাওয়ার সমবেশ স্বরে প্রার্থনা করা হবে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ এক ছাত্রীকে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টায় তাকে উদ্ধার করে থানায় নেয়া...
ঢাকার দুই সিটি করপোরেশনের ২২টি মোড়ে নতুন করে সংকেতবাতি (ট্রাফিক সিগন্যাল বাতি) বসানো হচ্ছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব বাতি বসাতে ব্যয় হচ্ছে প্রায় ১৮...