মার্কিন ড্রোন ধ্বংসকারী পাইলটদের রাষ্ট্রীয় পদক দিল রাশিয়া

0
123
মার্কিন ড্রোন ধ্বংসকারী, ছবি: ভিডিও থেকে নেওয়া

মার্কিন যুক্তরাষ্ট্রের নজরদারি ড্রোন ধ্বংসের ঘটনায় জড়িত রুশ যুদ্ধবিমানের দুজন পাইলটকে রাশিয়ার রাষ্ট্রীয় পদক দেওয়া হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর: সিবিএস নিউজ’র।

শুক্রবার এসইউ-২৭ যুদ্ধবিমানের দুই পাইলটকে পুরস্কার দিয়ে দুজনের পারফরম্যান্সের প্রশংসা করেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই সোইগু। তিনি বলেন, দুই পাইলট ক্রিমিয়ার আকাশসীমায় মার্কিন এমকিউ-৯ ড্রোন ঢুকতে বাধা দিয়েছেন। তবে মস্কো টাইমস দুই পাইলটকে পুরস্কারের তথ্য জানালেও দুজনের নাম প্রকাশ করেনি।

২০১৪ সালে ইউক্রেন থেকে দখল করে নেওয়া ক্রিমিয়ার আকাশসীমা রাশিয়া নিয়ন্ত্রণ করে থাকে।

ক্রেমলিনপন্থী রাজনৈতিক বিশ্লেষক সার্গেই মারকোভ বলেন, ‘এই পুরস্কার স্পষ্ট বলে দিচ্ছে, রাশিয়া মার্কিন ড্রোন ধ্বংস করা অব্যাহত রাখবে।’

গত মঙ্গলবার (১৪ মার্চ) রাতে কৃষ্ণসাগরের আকাশসীমায় রাশিয়ার একটি যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ধ্বংস করে। পরে সেটি কৃষ্ণসাগরে পতিত হয়। তবে এর ধ্বংসাবশেষ এখনও উদ্ধার করতে পারেনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। কিন্তু ঘটনার ৪২ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.