মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে বিএনপির শোভাযাত্রা

0
33
বিএনপির শোভাযাত্রা

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মানিক মিয়া অ্যাভিনিউর দিকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করেছে বিএনপি। শুক্রবার (৮ নভেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে এই শোভাযাত্রা শুরু হয়েছে। বর্তমানে শোভাযাত্রাটির মূল অংশ বাংলামোটর ক্রস করছে।

এই শোভাযাত্রার উদ্বোধন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি উদ্বোধন করেন। এ সময় বক্তব্যে তারেক রহমান বলেন, রাজপথে লাখো জনতার এই মিছিল দেশের স্বার্থরক্ষার মিছিল। নিজের অধিকার রক্ষার মিছিল। নিজের ভোট প্রয়োগের অধিকার রক্ষার মিছিল আজ। মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার পক্ষে অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘স্বৈরাচার বা ফ্যাসিবাদমুক্ত পরিবেশেও স্বল্প আয়ের মানুষদের বাজার সিন্ডিকেটের অভিশাপ থেকে মুক্ত করা অসম্ভব হয়ে পড়বে, যদি না মানুষের সরাসরি ভোটের অধিকার আমরা নিশ্চিত করতে পারি।’

নয়াপল্টন থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, মৎস্য ভবন মোড়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে দিয়ে শোভাযাত্রা শাহবাগ মোড় যাবে। এরপর হোটেল ইন্টারকনটিনেন্টাল, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হওয়ার কথা।

মানিক মিয়া অ্যাভিনিউতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালি সমাপনী বক্তব্য দেবেন বলেও বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। শোভাযাত্রা শুরুর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেছে বিএনপি। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার ছিল ৭ নভেম্বর। দিনটি বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রাসহ ১০ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে দলটি।

এই কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতা–কর্মী অংশ নিয়েছেন। রংবেরঙের পোশাক পরে ঢোলবাদ্য বাজিয়ে শোভাযাত্রায় অংশ নিয়েছেন তারা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের জ্যেষ্ঠ নেতারা একটি পিকআপ ভ্যানে শোভাযাত্রায় রয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.