মাদুরোর গ্রেপ্তারে আড়াই কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

0
8
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেপ্তারের তথ্য দিয়ে সহায়তার জন্য আড়াই কোটি মার্কিন ডলারের পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মাদুরোর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার দিন এই পুরস্কার ঘোষণা করে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন।
 
শুক্রবার (১০ জানুয়ারি) আগামী ছয় বছরের জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নেন মাদুরো। ১২৫টি দেশের প্রায় ২ হাজার জন অতিথি শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর মধ্যে ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র কিউবার প্রেসিডেন্ট দিয়াজ কানেল, নিকারাগুয়ার প্রেসিডেন্ট দানিয়েল ওর্তেগা ও রাশিয়ার পার্লামেন্টের নিম্ন কক্ষের স্পিকার বিচেস্ল্যাভ ভলোদিন অন্যতম।
 
শপথ নেওয়ার পর তিনি বলেন, ‘আমার নতুন মেয়াদ হবে শান্তির, সমৃদ্ধির, সমতা ও নতুন গণতন্ত্র প্রতিষ্ঠার মেয়াদ।’ সংবিধান সংস্কারের লক্ষ্যে একটি কমিশন গঠন করার প্রতিশ্রুতি দেন নতুন প্রেসিডেন্ট। বলেন, ‘এটা করা সম্ভব কারণ ভেনেজুয়েলা শান্তিপূর্ণভাবে এর জাতীয় সার্বভৌমত্ব, সার্বভৌমত্ব ও স্বাধীনতার পূর্ণ অনুশীলন করে।’
 
ভেনেজুয়েলায় গত বছরের জুলাইয়ের নির্বাচনে মাদুরো বিজয়ী হলেও ভোট গ্রহণযোগ্য হয়নি বলে অভিযোগ করে আসছে পশ্চিমা দেশগুলো। তারই ধারাবাহিকতায় মাদুরোর শপথের দিন মাদক পাচারের অভিযোগে তার গ্রেফতারে দুই কোটি ৫০ লাখ ডলার ঘোষনা করে জো বাইডেন প্রশাসন।
 
২০১৩ সাল থেকে নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। বাইডেন প্রশাসন মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় না এবং তার পদত্যাগ দাবি করেছে।মার্কিন প্রশাসনের মতে, নির্বাসিত গনসালেসেই দেশের নেতৃত্বে আসা উচিত।
 
হাজার হাজার সমর্থক ভোটের তালিকা উপস্থাপন করে এদমুন্দো গনসালেসে। দাবি করেছেন প্রেসিডেন্ট নির্বাচনে সহজেই বিজয়ী হয়েছেন তিনি। সম্প্রতি গনসালেস ওয়াশিংটনে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎ করে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান।
 
২০২৪ সালের জুলাই মাসে অনুষ্ঠিত নির্বাচনে বিরোধী নেতা এদমুন্দো গনসালেসের কাছে পরাজিত হওয়ার প্রমাণ থাকা সত্ত্বেও মাদুরো ক্ষমতায় আছেন বলে অভিযোগ উঠেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.