ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

0
90
দুই মোটরসাইকেল চালক মামুন রানা ও সোহেল রানা

মোটরসাইকেলের সামনে বাঁশ বোঝাই ট্রাক। সেই ট্রাককে ওভারটেক করতে যাচ্ছিলেন দুই মোটরসাইকেল চালক। এমন সময় অপর দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই চালক নিহত হয়। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলা বানিয়াপাড়া এলাকায় বাঁশ বোঝাই একটি ট্রাক মধুপুর দিকে যাচ্ছিল। ট্রাকের পেছনে ছিল দু’টি মোটরসাইকেল। ট্রাকটিকে ওভারটেক করতে গেলে অপর দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা চালকসহ ছয়জন ছিটকে পড়েন সড়কে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ছয় জনের অবস্থার গুরুতর দেখে রাতেই হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নিহতের স্বজনরা জানান, টাঙ্গাইল হাসপাতালে নেওয়ার পথে মারা যান মামুন মিয়া (৩০)। আর হাসপাতালে নেওয়ার পর মারা যান সোহেল রানা (৩২)। মামুনের বাড়ি ঘাটাইল উপজেলার নুচিয়া মাহমুদপুর গ্রামে। সোহেলের বাড়ি গোপালপুর উপজেলার কালিমন্দির এলাকায়।

আহতরা হলেন- গোপালপুর উপজেলার সোহাগ হোসেন (৪৫), রানা মিয়া (২৬) এবং ঘাটাইল উপজেলার উজ্জল মিয়া (১৮) এবং মধুপুর উপজেলার আমির হোসেন (৩০)।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লিখিত আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.