ডিস্যান্টিসকে ব্যঙ্গ করে ‘ডিস্যাংকটাস’ বললেন ট্রাম্প

0
116

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রাথমিক বাছাইয়ে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ও রন ডিস্যান্টিসকে প্রথমবারের মতো এক মঞ্চে দেখা গেছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে যোগ দেন তারা।

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসও প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে রিপাবলিকান পার্টির প্রাথমিক বাছাইয়ে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। এরপর থেকে ডিস্যান্টিসকে আক্রমণ করে নানা বক্তব্য দেওয়া শুরু করেন ট্রাম্প। ফ্লোরিডার এই গভর্নরের উদ্দেশে ট্রাম্প বলেন, কোনো সুযোগ দেওয়া হবে না। তিনি ডিস্যান্টিসের নাম ব্যঙ্গ করে ‘ডিস্যাংকটাস’ উচ্চারণ করেন।

গত মে মাসে রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন ডিস্যান্টিস। এরপর থেকে বেশ জোরেশোরেই প্রচারণা চালাচ্ছেন তিনি।

শুক্রবার আইওয়া অঙ্গরাজ্যে লিঙ্কন ডে ডিনার অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে ট্রাম্প, ডিস্যান্টিসসহ রিপাবলিকান পার্টির ১৩ প্রেসিডেন্ট প্রার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কথা বলার জন্য প্রত্যেককে ১০ মিনিট সময় দেওয়া হয়। কিন্তু ডিস্যান্টিস ওই অনুষ্ঠানে কথা বলতে রাজি হননি। অনুষ্ঠানে ১ হাজার ২০০ অতিথি ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.