মাগুরায় মিষ্টি বিতরণ

0
155
সাকিব আল হাসানকে ক্রিকেটের তিন সংস্করণে অধিনায়ক করায় তাঁর জন্ম শহর মাগুরায় মিষ্টি বিতরণ করেছেন তাঁর বন্ধুরা। ১৩ আগস্ট, মাগুরা

অলরাউন্ডার সাকিব আল হাসানকে ক্রিকেটের তিন সংস্করণে অধিনায়ক করায় মাগুরায় মিষ্টি বিতরণ করা হয়েছে। রোববার সন্ধ্যায় শহরের পুরাতন বাজার ও ইসলামপুর পাড়া পূর্বাশা সিনেমা হলের সামনে মিষ্টি বিতরণ করেন সাকিবের বন্ধুরা।

সাকিবের বন্ধুদের একজন তারেক আল করিম। তিনি বলেন, ‘সাকিব আগেও তিন সংস্করণে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছে। তবে এবারের পরিস্থিতি আগের চেয়ে ভিন্ন। কারণ, সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ। এমন সময় সাকিবকে দায়িত্ব দেওয়ায় আমরা সবাই খুশি। আমরা আশা করি, তার নেতৃত্বে বাংলাদেশ এই টুর্নামেন্টে ভালো করবে।’

সাকিব আল হাসান
সাকিব আল হাসান

সাকিবের বন্ধুরা জানান, সাকিবের অর্জনে মাগুরাবাসী আনন্দিত। তাঁদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতেই মিষ্টি বিতরণের আয়োজন।

সাকিবের আরেক বন্ধু শিক্ষক ইমরান হামিদ বলেন, ‘আগের যেকোনো সময় থেকে সাকিব এখন পরিপক্ব। আমাদের বিশ্বাস, তাঁর ওপর অর্পিত দায়িত্ব সে ভালোভাবে পালন করবে। আমরা সবাই তাঁর জন্য গর্বিত।’

মাগুরার বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে মিষ্টি খাওয়ান সাকিবের বন্ধুরা
মাগুরার বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে মিষ্টি খাওয়ান সাকিবের বন্ধুরা

মিষ্টি খেয়ে পূর্বাশা হলের সামনের চা–দোকানি মহামেডান বলেন, ‘সাকিব আমাদের গর্ব। তাঁর কাছে দেশবাসীর প্রত্যাশা অনেক। আশা করি, তিনি ভালো খেলবেন, অধিনায়ক হিসেবেও সফল হবেন।’

একই এলাকার ব্যবসায়ী রুহুল আমীন বলেন, ‘তিন ফরম্যাটে ক্যাপ্টেনসি অনেক বড় দায়িত্ব। আশা করি, সাকিব ভালোভাবেই সবকিছু সামলাবে। তাঁর হাত ধরে বাংলাদেশে বিশ্বকাপ আসুক। আমরা এই দোয়া করি।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.