বিএনপির সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক, পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা

0
104
বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপির লিয়াঁজো কমিটির সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক হয়

জেলা পর্যায়ে পদযাত্রা শেষে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার গুলশানে বিএনপির লিয়াঁজো কমিটির সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক শেষে তিনি এ কথা জানান।

বেলা পৌনে ২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়, চলে ৩টা পর্যন্ত।

বৈঠক শেষে টুকু বলেন, ‘আমাদের চলমান আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি আমাদের জেলা পর্যায়ে পদযাত্রা আছে। পরবর্তী সময়ে আমরা কী কর্মসূচি ঘোষণা করবো সে বিষয়ে আলোচনা হয়েছে।’

‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে নির্বাচন করতে পারবেন না, তবে রাজনীতি করতে পারবেন’- আইনমন্ত্রী আনিসুল হকের এমন বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে টুকু কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ সময় রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, সরকার ইচ্ছা করলে খালেদা জিয়াকে মামলা থেকে অব্যাহতি দিতে পারে।

বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর প্রমুখ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.