কয়েকজন নারী মশা মারার মেশিন নিয়ে মাঠে নেমেছেন। মেশিনে মশা মারার স্প্রে ছিটাচ্ছেন অলিগলি ও বস্তিতে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবিগুলো ভাইরাল না হলেও অনেকের মনোযোগ আকর্ষণ করে। এই নারীদের একজন দীপ্তি চৌধুরী। তিনি অলাভজনক সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের একজন স্বেচ্ছাসেবক। ২০১৩ সালের ডিসেম্বর থেকে বিদ্যানন্দ ফাউন্ডেশনের যাত্রার শুরু থেকেই তিনি সংগঠনটির সঙ্গে যুক্ত।
রাজশাহীর মেয়ে দীপ্তি। এম এ পাস। বর্তমানে রাজধানীর মিরপুরে থাকেন স্বামীর সঙ্গে। একসময় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করলেও বর্তমানে স্বামীর সঙ্গে আউটসোর্সিংয়ের কাজ করছেন। পাশাপাশি বিদ্যানন্দ ফাউন্ডেশনের বিভিন্ন দায়িত্ব পালন করছেন।
দীপ্তি আরও বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাসহ সবাই টয়লেট পরিষ্কার করা, বাসন মাজা থেকে শুরু করে সব কাজ করেন। এখানে তৃতীয় শ্রেণির কোনো কর্মচারী নেই। তাই এখানকার সদস্যদের কাছে কোনো কাজই তুচ্ছ নয়। পাছে লোকে কিছু বলে, এ ভয়ে কেউ ভীত নয়। তবে একদম শুরুতে বিভিন্ন কাজ করতে গেলে কিছুটা সংকোচ হতো। এখন যেকোনো কাজ করতে গেলেই মনে হয়, কাজগুলো অন্যের জন্য করছেন না, নিজেদের প্রয়োজনেই করছেন। তাই বস্তিতে গিয়ে মশা মারছেন না অন্য কাজ করছেন তা মাথায় থাকে না।