এনগোলো কান্তে ও পল পগবা চোটের কারণে খেলছেন না বিশ্বকাপে। এ দুজনের অনুপস্থিতিতে রাবিও তাঁদের শূন্যতা পূরণ করছেন দারুণভাবে। উপামেকানো সেন্ট্রাল রক্ষণে রাখছেন বড় ভূমিকা।
ফরাসি পত্রিকা লেকিপ জানিয়েছে, রাবিও আর উপামেকানো ঠান্ডায় আক্রান্ত হয়েছেন। এবারের কাতার বিশ্বকাপে খেলোয়াড়দের ঠান্ডায় আক্রান্ত হওয়ার প্রবণতা খুব বেশি। তাপমাত্রার তারতম্যের কারণেই এমনটা হচ্ছে বলে মনে করা হচ্ছে। গরমের কারণে সর্বত্র এয়ারকন্ডিশন ব্যবহার করার কারণে খেলোয়াড়েরা ঠান্ডায় আক্রান্ত হচ্ছেন। সোম ও মঙ্গলবার ফ্রান্সের অনুশীলনে ছিলেন না এ দুই ফুটবলার। আশঙ্কা করা হচ্ছে, মরক্কোর বিপক্ষে ম্যাচে এই দুজনকে না-ও পেতে পারে ফ্রান্স।
উপামেকানো না খেললে সেন্ট্রাল ডিফেন্সে মরক্কোর বিপক্ষে ম্যাচে রাফায়েল ভারানের সঙ্গী হতে পারেন ইব্রাহিমা কোনাতে অথবা উইলিয়াম সালিবা। তবে রাবিও না খেললে ব্যাপারটা দেশমের জন্য কিছুটা কঠিনই হয়ে যাবে। চুয়ামেনির সঙ্গে রাবিওর জুটি ফ্রান্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাবিও না খেললে এদুয়ার্দো কামাভিঙ্গার প্রথম একাদশে থাকার সম্ভাবনাই বেশি।