রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া মেট্রো স্টেশন সংলগ্ন কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বাজারের সবকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে লাগা আগুন ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
এতে দোকানগুলোর পাশাপাশি পুড়ে গেছে বাজারের সাধারণ অবকাঠামোও। শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী সর্বস্বান্ত হয়েছেন এ অগ্নিকাণ্ডের ঘটনায়।
কীভাবে আগুন লাগল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তাৎক্ষণিভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ণয় করা সম্ভব হয়নি।