আজ দুপুরে পরিচালক রাজ চক্রবর্তী নিজের অফিশিয়াল ফেসবুকে একটি ভিডিও আপলোড করে লিখেছেন, ‘“আবার প্রলয়”-এর সেট থেকে “সাদা সাদা কালা কালা”। ধন্যবাদ নুসরাত ফারিয়া।’

ভিডিওতে ফারিয়াকে গত বছর মুক্তি পাওয়া বাংলাদেশি সিনেমা ‘হাওয়া’র বহুল চর্চিত গানটি গাইতে দেখা যায়। গাওয়ার আগে ফারিয়া বলেন, ‘“আবার প্রলয়’-এর একটি দৃশ্য শেষ হলো। এখন রাত ২টা ৪১ বাজে। আমার খুব ভালো লেগেছে কাজটা করে, তাই সবার জন্য…যারা কাজ করেছেন এত কষ্ট করে, আমার পক্ষ থেকে, গোটা বাংলাদেশের পক্ষ থেকে একটা গান হোক।’ এরপর ‘সাদা সাদা কালা কালা’ গেয়ে শোনান ফারিয়া।
গানটি তাঁর কণ্ঠে উপস্থিত শিল্পী, কলাকুশলীরা যে ভালোই পছন্দ করেছেন, তার প্রমাণ গান শেষ হতেই অনেকের ‘ওয়ানস মোর’, ‘ওয়ানস মোর’ বলে ওঠা। তবে এবারের মতো সবাইকে নিরাশ করেন নুসরাত ফারিয়া। বলেন, ‘নো মোর, প্যাকআপ।’
জানা গেছে, ‘আবার প্রলয়’-এ একটি গানে পারফর্ম করেছেন নুসরাত ফারিয়া।