ফ্রান্সে বিস্ফোরণে ধসে পড়া ভবন থেকে দুই মরদেহ উদ্ধার, নিখোঁজ ৬

0
147
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় মার্সেই শহরে বিস্ফোরণ

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় মার্সেই শহরে বিস্ফোরণে চারতলা একটি ভবন ধসে পড়ার ঘটনায় দুইজনের মৃতদেহ পাওয়া গেছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভবন ধসের ঘটনায় এখনও ছয়জন নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

রোববার স্থানীয় সময় রাত ১২টা ৪০ মিনিটের পর হঠাৎ করে বিকট শব্দ হয়ে চারতলা ভবনটি ধসে পড়ে। এ ঘটনার কয়েক ঘণ্টা পর পাশের একটি ভবন আংশিক ধসে পড়ে।

কী কারণে বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইনে ছিদ্র হয়ে গ্যাস ছড়িয়ে পড়ার কারণে বিস্ফোরণ ঘটে।

ধসে পড়ার পর ভবনটিতে আগুন জ্বলতে দেখা যায়। আগুন নেভাতে কয়েক ঘণ্টা সময় লাগে। আগুনের কারণে ভবনের নিচে আটকে পড়া কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। ওই ভবনের আশপাশের ভবনে বসবাসরত পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

মার্সেইয়ের মেয়র বেনো পায়ান বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা আটকাপড়া ব্যক্তিদের জীaবিত উদ্ধারের চেষ্টা করছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.