জাতীয় নির্বাচনে সারা দেশকে লাল, হলুদ, সবুজ তিন ভাগে ভাগ করে আইনশৃঙ্খলা পরিস্থতি নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
রোববার (২৩ নভেম্বর) সকালে কমনওয়েলথ এর ৬ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসে।দেখা করেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে।
এক ঘণ্টা আলোচনার পর সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, গণভোটকে বাড়তি দায়িত্ব ও চ্যালেঞ্জ মনে করে কমনওয়েলথ। নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে আশাবাদী তারা।বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণ গ্রহণযোগ্যতা বাড়াবে বলে মনে করে কমনওয়েলথ।
তবে তারা প্রতিনিধি দল পাঠাবে কি না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

















