খুলনার দাকোপ উপজেলার ঢাকি নদের বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার। তলিয়ে গেছে পুকুরের মাছ ও ফসলের ক্ষেত। মঙ্গলবার রাত থেকে এ পরিস্থিতি অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, পানি উন্নয়ন বোর্ডের ৩১ নম্বর পোল্ডারের ঢাকি নদের প্রবল জোয়ারে প্রায় ১৫০ ফুট বাঁধ ভেঙে গেছে। এতে আশপাশের গ্রামগুলোতে পানি ঢুকে পড়ে এবং শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পুকুরের মাছ ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
জানা যায়, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্থানীয়দের সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের কর্মীরা বাঁধ সংস্কারের চেষ্টা করলেও তা সফল হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, ৩১ নম্বর পোল্ডারটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। আগেভাগে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় এখন বহু গ্রাম তলিয়ে গেছে।
তারা অভিযোগ করে বলেন, বাঁধ রক্ষণাবেক্ষণে অবহেলার কারণেই আজ তারা এ বিপর্যয়ের মুখে পড়েছেন।
দ্রুত বাঁধ মেরামত না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে খুলনা পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) বিভাগ–২ এর নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, সকাল থেকে বাঁধ মেরামতের চেষ্টা করেছি, কিন্তু সফল হইনি। জোয়ারের কারণে পানি আটকানো যাচ্ছে না, ভাটার সময় আবারও মেরামতের চেষ্টা করা হবে। আশা করছি, পরবর্তী জোয়ারের আগেই বাঁধটি ঠিক করা সম্ভব হবে।