ভূমিকম্পে কাঁপল ফ্রান্স

0
191

ফ্রান্সের পশ্চিম অংশে এক ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

ফ্রান্সের মন্ত্রী ক্রিস্টোফ বেচু বলেছেন, এটি ফ্রান্সের ভূখণ্ডে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের একটি।

ফরাসি সেন্ট্রাল সিসমোলজিক্যাল ব্যুরো এই ভূমিকম্পকে ‘খুব শক্তিশালী’ বলে জানিয়েছে। এএফপি রেকর্ড বলছে, ফ্রান্সে এমন শক্তির সর্বশেষ ভূমিকম্প ২০০০ এর দশকের শুরুতে হয়েছিল।

ফ্রান্সের প্রিফেকচারের এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম থেকে ক্ষয়-ক্ষতির খবর পাওয়া গেছে, অনেক জায়গায় ভবন থেকে পাথর পড়ে এবং দেয়ালে ফাটল দেখা দেয়। ডিউক্স-সেভার্স বিভাগে একজন ব্যক্তি ভূমিকম্পের সময় আহত হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, দক্ষিণে পার্শ্ববর্তী চারেন্টে-মেরিটাইম ডিপার্টমেন্টে ভবনগুলোতে ফাটল দেখা গেছে এবং একটি বিদ্যুত লাইন বিপর্যয়ে ১ হাজার ১০০টি বাড়ি অন্ধকারে পড়ে যায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.