ভারতে বিশ্বকাপ: আইসিসির সঙ্গে বৈঠকে যা বলল পাকিস্তান

0
159
আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ এলারডাইস।

পাকিস্তান সফরে গেছেন আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ এলারডাইস। উদ্দেশ্য- ভারতে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য পঞ্চাশ ওভারের বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিত করা।

আইসিসির প্রতিনিধির সঙ্গে ওই বৈঠকে পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়ে দিয়েছেন, ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে তারা পাকিস্তান সরকারের নির্দেশনা মতো কাজ করবেন। দেশটির সংবাদ মাধ্যম ‘দি নিউজ’ এমনটাই জানতে পেরেছে।

মঙ্গলবার দুই দিনের সফরে পাকিস্তান গেছেন আইসিসির দুই শীর্ষ কর্মকর্তা। লাহোরে তাদের অভ্যর্থনা জানান পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। তাদের সঙ্গে বৈঠকে বসে ‘ভাঙা ক্যাসেট’ নতুন করে বাজিয়েছেন শেঠি। তিনি নাকি জোর দিয়েই বলেছেন, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না এলে তারাও বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না।

এছাড়া আইসিসির দুই কর্মকর্তার সঙ্গে আইসিসি ও এসিসির (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) লভ্যাংশ ভাগাভাগির মডেল নিয়েও আলোচনা করেছেন পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি। ওই সভায় পাকিস্তানের রেভিনিউ প্রাপ্তির বিষয়ে একমত হতে পারেনি আইসিসি ও পিসিবি। বুধবার পাকিস্তান ছাড়ার আগে দুই পক্ষের আরও এক দফা বৈঠকে বসার কথা রয়েছে।

সংবাদ মাধ্যম পিটিআই-কে অভ্যন্তরীণ একটি সূত্র জানিয়েছে, আইসিসি ও বিসিসিআই এশিয়া কাপের ভেন্যু ও মডেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে পিসিবির থেকে ভারতে বিশ্বকাপে খেলতে যাওয়ার বিষয়ে লিখিত নিশ্চয়তা চায়।

তিনি জানিয়েছেন, আইসিসি ও বিসিসিআই ধারণা করছে, একবার এশিয়া কাপ হাইব্রিড মডেলে নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হয়ে গেলে পাকিস্তান তাদের বিশ্বকাপ ম্যাচও নিরপেক্ষ ভেন্যুতে চেয়ে বেঁকে বসতে পারে। এসিসির অনানুষ্ঠানিক সভায় এসিসির প্রেসিডেন্ট জয় শাহ ওই শঙ্কার কারণেই এশিয়া কাপের ভেন্যু ও মডেলে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেননি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.