ভারতে পালানোর সময় তিন রোহিঙ্গা নারী আটক

0
183
আটক তিন রোহিঙ্গা নারী।

ভারতে প্রবেশের সময় মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলায় তিন রোহিঙ্গা নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ সময় ৪ পুরুষ রোহিঙ্গা ভারতে প্রবেশ করলেও বিএসএফ তাদের আটক করেছে বলে জানা গেছে। শুক্রবার সকালে তাদের আটক করা হয়।

আটক তিন রোহিঙ্গা হলেন- মিনারা বেগম (২০), ফরমিনা বেগম (২০), হামিমা বেগম  (২০)।

পুলিশ জানায়, কক্সবাজার উখিয়া ক্যাম্প থেকে ৩ নারীসহ ৭ রোহিঙ্গা কমলগঞ্জের ধলই বর্ডার দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ৪ রোহিঙ্গা পুরুষ ধলই সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করেন। কিন্তু ৩ নারী সীমানা অতিক্রম করার আগে বিজিবি সদস্যদের হাতে আটক হন। তারা বৃহস্পতিবার ভোরে উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে আসেন।

কক্সবাজারের উখিয়ার ১৪ ও ১৬ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ সোহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে সমকালকে বলেন, রাতে তারা ক্যাম্প থেকে পালিয়ে যান।

কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, আটক ৩ নারীকে সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। আর ভারতে প্রবেশ করা ৪ জনকে বিএসএফ আটক করেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.