ভারতের সিকিমে ভয়াবহ ধসে ৪ জনের মৃত্যু, আহত অন্তত ১০

0
16
ভারতের পশ্চিম সিকিমের রিম্বি এলাকার ইয়াংথাঙে ভয়াবহ ধসে চারজনের মৃত্যু

ভারতের পশ্চিম সিকিমের রিম্বি এলাকার ইয়াংথাঙে ভয়াবহ ধসে চারজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত দশ জন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে ধসের এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিখোঁজ কয়েকজনের খোঁজ এখনও মেলেনি। দুর্ঘটনাকবলিত এলাকায় উদ্ধারকাজে নেমেছে ভারতীয় সেনাবাহিনী ও সিকিম সরকারের বিপর্যয় মোকাবিলা বাহিনী।

গেজিংয়ের পুলিশ সুপার শেরিং সেরপা জানিয়েছেন, ধস নামার পর ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নিয়ে আসার পর আরও ১ জনের মৃত্যু হয়। বেশ কয়েকজনএখনও নিখোঁজ আছে।

স্থানীয়দের দাবি, ধ্বংসস্তূপের মধ্যে এখনও অনেকে চাপা পড়ে আছেন, কারণ নিখোঁজ হয়েছেন বেশ কয়েকজন। শেষ খবর পাওয়া পর্যন্ত, এখনও তল্লাশি এবং উদ্ধারের কাজ চলছে। কেউ ধ্বংসস্তূপে আটকে আছে কি না তা দেখার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, বর্ষার শুরু থেকেই উত্তর ও পশ্চিম ভারতে বন্যা ও ধসের দাপট অব্যাহত আছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীরের অবস্থা শোচনীয়।

এই পরিস্থিতির জন্য পরিবেশ নিধনকে দায়ী করেছে সুপ্রিম কোর্ট। সতর্ক করার পাশাপাশি নোটিসও পাঠানো হয়েছে কয়েকটি রাজ্যে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, বৃষ্টি আরও বেশি হওয়ার শঙ্কা রয়েছে। ফলে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। দিল্লীর কেন্দ্রীয় সরকারের তরফে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মোদী সরকার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.