ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি মারা গেছেন

0
604
অরুণ জেটলি

ভারতের সাবেক অর্থমন্ত্রী বিজেপি নেতা অরুণ জেটলি মারা গেছেন। আজ শনিবার ভারতের স্থানীয় সময় দুপুর ১২টার পরে দিল্লির এইমস হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গতকাল শুক্রবার রাত থেকেই জেটলির শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়। মৃত্যুকালে অরুণ জেটলির বয়স হয়েছিল ৬৬ বছর।

অরুণ জেটলি প্রবল শ্বাসকষ্ট ও শারীরিক অবস্থার অবনতি হলে ৯ আগস্ট এইমসে ভর্তি হয়েছিলেন। গত মঙ্গলবার হাসপাতালের এক বুলেটিনে জানানো হয়, অরুণ জেটলিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁকে পর্যবেক্ষণে করছে।

২০১৮ সালের মে মাসে চিকিৎসকেরা অরুণ জেটলির কিডনি প্রতিস্থাপন করেন। এরপর ২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি অরুণ জেটলি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.