শুরুটা হয়েছে উসমান খাজাকে দিয়ে, শেষ করলেন ম্যাথু কুনেমান। দিল্লি টেস্টের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ছয়জন ব্যাটসম্যানই আউট হয়েছেন সুইপ শট খেলতে গিয়ে। স্পিনারদের জন্য সহায়ক উইকেটে দ্রুত রান তোলার যে কৌশল অস্ট্রেলিয়া বেছে নিয়েছিল, সেই কৌশলই বুমেরাং হয়েছে তাদের জন্য।
ম্যাচসেরা রবীন্দ্র জাদেজা ম্যাচ শেষে তো স্পষ্ট করেই বলেই দিলেন—এই ধরনের উইকেটে তাঁর বিপক্ষে সুইপ খেলা মোটেই আদর্শ কোনো শট নয়। অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সও ক্রিকেটারদের শট নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন।