বাংলাদেশে জনপ্রিয় এই তুর্কি অভিনেত্রীকে কতটা চেনেন

0
246
হান্দে এর্চেল
কয়েক বছর ধরেই বাংলাদেশে জনপ্রিয় হয়েছে তুর্কি সিনেমা, সিরিজ; সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকেন এসব সিনেমা, সিরিজের পাত্র-পাত্রীরা। হালের আলোচিত তুর্কি অভিনেত্রীদের মতো অন্যতম হান্দে এর্চেল। ‘হার্পারবাজার অ্যারাবিয়া’ অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য।
২৯ বছর বয়সী এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়, ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা তিন কোটির বেশি
২৯ বছর বয়সী এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়, ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা তিন কোটির বেশিইনস্টাগ্রাম
‘গুনেশিন কিজলারি’, ‘আর্সক লাফতান আনলামাজ’, ‘সেন কাল কাপিমি’ ইত্যাদি সিরিজ নিয়ে পরিচিতি পান তিনি। তাঁকে দেখা গেছে ‘ইনটক্সিকেটেড বাই লাভ’ সিনেমাতেও
‘গুনেশিন কিজলারি’, ‘আর্সক লাফতান আনলামাজ’, ‘সেন কাল কাপিমি’ ইত্যাদি সিরিজ নিয়ে পরিচিতি পান তিনি। তাঁকে দেখা গেছে ‘ইনটক্সিকেটেড বাই লাভ’ সিনেমাতেওইনস্টাগ্রাম
২০১২ সালে আজারবাইজানে অনুষ্ঠিত একটি সুন্দরী প্রতিযোগিতা থেকে উঠে আসেন হান্দে এর্চেল, যা তাঁকে মডেল, অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার বেছে নেওয়ার পথ উন্মুক্ত করে দেয়
২০১২ সালে আজারবাইজানে অনুষ্ঠিত একটি সুন্দরী প্রতিযোগিতা থেকে উঠে আসেন হান্দে এর্চেল, যা তাঁকে মডেল, অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার বেছে নেওয়ার পথ উন্মুক্ত করে দেয়ইনস্টাগ্রাম
প্রাণী খুব ভালোবাসেন হান্দে এর্চেল। প্রায়ই পোষ্যদের সঙ্গে ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে
প্রাণী খুব ভালোবাসেন হান্দে এর্চেল। প্রায়ই পোষ্যদের সঙ্গে ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামেইনস্টাগ্রাম
হান্দে এর্চেল আঁকতে ভালোবাসেন, সময় পেলেই বসে যান ক্যানভাস নিয়ে
হান্দে এর্চেল আঁকতে ভালোবাসেন, সময় পেলেই বসে যান ক্যানভাস নিয়েইনস্টাগ্রাম
বাংলাদেশেও হান্দে এর্চেল যথেষ্ট জনপ্রিয়। তাঁর প্রশংসা করে ফেসবুকের সিনেমাখোর গ্রুপে একজন মন্তব্য করেছেন, ‘মেয়েটি যেন একটা পুতুল’
বাংলাদেশেও হান্দে এর্চেল যথেষ্ট জনপ্রিয়। তাঁর প্রশংসা করে ফেসবুকের সিনেমাখোর গ্রুপে একজন মন্তব্য করেছেন, ‘মেয়েটি যেন একটা পুতুল’ইনস্টাগ্রাম
পরে অভিনেত্রী হিসেবে জনপ্রিয় হলেও শুরুতে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন হান্দে এর্চেল
পরে অভিনেত্রী হিসেবে জনপ্রিয় হলেও শুরুতে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন হান্দে এর্চেলইনস্টাগ্রাম

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.