সীতাকুণ্ডে বিস্ফোরণ: সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালক গ্রেপ্তার

0
123
সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালক পারভেজ উদ্দিন ওরফে সান্টু। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহতের মামলায় সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালক পারভেজ উদ্দিন ওরফে সান্টুকে গ্রেপ্তার করেছে শিল্প পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর জিইসি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মো. মাহাবুবর রহমান। তিনি বলেন, সীমা অক্সিজেনে বিস্ফোরণের ঘটনায় ওই কারখানার একজন পরিচালককে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতারের পর বিষয়টি আমাকে জানানো হয়েছে। আমরা পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবো।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিল্প পুলিশ-৩ এর ইন্সপেক্টর  মোহাম্মদ শামশুদ্দীন বলেন, জিজ্ঞাসাবাদের জন্য পারভেজ উদ্দিন ওরফে সান্টুকে আনা হয়েছে। বিস্ফোরণ ঘটনায় করা মামলায় তিনি দুই নম্বর আসামি।
শিল্প পুলিশ চট্টগ্রামের একজন সহকারী পুলিশ সুপার নাম প্রকাশ না করার শর্তে বলেন, চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকা থেকে সীমা অক্সিজেন কারখানার পরিচালক পারভেজ উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নিয়ে অন্য আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
গত ৪ মার্চ সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় সাতজন নিহত ও অর্ধশত জন আহত হয়।

বিস্ফোরণে নিহত এক শ্রমিকের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলা করেন। এ মামলায় অক্সিজেন প্ল্যান্টের তিন মালিকসহ ১৬ জনকে আসামি করা হয়।

এছাড়া সোমবার বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত এক ভবন মালিকও অক্সিজেন কারখানার তিন মালিককে আসামি করে  চট্টগ্রাম চিফ জুডিশিয়াল আদালতে  মামলা করেন।

এদিকে, সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টের বিস্ফোরণে কর্তৃপক্ষের অনিয়ম পেয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। এছাড়া দুর্ঘটনা এড়াতে নয়টি সুপারিশসহ প্রতিবেদন দাখিল করেছে তদন্ত কমিটি।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কাছে সোমবার তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.