ব্রুক করলেন ট্রিপল সেঞ্চুরি

0
53
ট্রিপল সেঞ্চুরির পর ব্রুক, এএফপি
ওলি পোপ ছাড়া হ্যারি ব্রুককে কেউ থামাতে পারবেন বলে মনে হচ্ছিল না। ইংল্যান্ড অধিনায়ক পোপের ইনিংস ঘোষণাই হয়তো ব্রুকের ইনিংস থামাতে পারছেন। তবে শেষ পর্যন্ত ব্রুক নিজেই থামলেন। মুলতানে তাঁর আগে উপহার দিলেন ৩১৭ রানের মহাকাব্যিক ইনিংস।
 
ক্যারিয়ারে এটিই ব্রুকের প্রথম ট্রিপল সেঞ্চুরি। ইংল্যান্ডের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করলেন এই ব্যাটসম্যান। দেশটির হয়ে সর্বশেষ ৩০০ করেছিলেন গ্রাহাম গুচ, ৩৪ বছর আগে। ১৯৯০ সালে ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে ৩৩৩ রানের ইনিংস খেলেছিলেন গুচ।
 
টেস্ট ক্রিকেটে এখন ট্রিপল সেঞ্চুরি হয় কালেভদ্রে। সর্বশেষ হয়েছে ২০১৯ সালে। মজার ব্যাপার হলো, সেটিও এই পাকিস্তানের বিপক্ষে। অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৩৩৫ রানের ইনিংস খেলেছিলেন ডেভিড ওয়ার্নার। অর্থাৎ এই দশকে এটিই প্রথম ট্রিপল সেঞ্চুরি।
 
ব্রুক পাকিস্তানের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি ছুঁয়েছেন ৩১০ বলে, যা দ্বিতীয় দ্রুততম। টেস্টে দ্রুততম ট্রিপল সেঞ্চুরির মালিক ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ। ২০০৮ সালে চেন্নাইয়ে ২৭৮ বলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০০ ছুঁয়েছিলেন শেবাগ। পাকিস্তানের বিপক্ষে ব্রুক টেস্ট খেলেছেন ৪টি। সেঞ্চুরি করেছেন সব কটিতে, যার একটি ট্রিপল সেঞ্চুরি। পাকিস্তানের বিপক্ষে খেলা নিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮৭ রানের ইনিংসও আছে তাঁর।
 
টেস্টে পাকিস্তানের বিপক্ষে এটি পঞ্চম ট্রিপল সেঞ্চুরি। প্রথমটি করেছিলেন কিংবদন্তি গ্যারি সোবার্স, ১৯৫৮ সালে কিংস্টনে।
ব্রুক পাকিস্তানের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি ছুঁয়েছেন ৩১০ বলে, যা দ্বিতীয় দ্রুততম
 
প্রথম ইনিংসে পাকিস্তানের ৫৫৬ রানের জবাবে ইংল্যান্ড ৭ উইকেটে ৮২৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে। ইংল্যান্ডের লিড ২৬৭ রানের।
 
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ইংল্যান্ডের সর্বোচ্চ সংগ্রহ আর পাকিস্তানের বিপক্ষে যেকোনো দলের সর্বোচ্চ। টেস্ট ইতিহাসে এই প্রথমবার এক ইনিংসে পাকিস্তানের ৫ জন বোলার ১০০ রানের বেশি খরচ করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.