ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের ১০ বছর পর গৃহবধূর কোলজুড়ে এল চার সন্তান

0
122
জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে তিনটি মেয়ে ও একটি ছেলে

রিপা বেগম বিজয়নগর উপজেলার ইছাপুর ইউনিয়নের ধীতপুর এলাকার সাগর মিয়ার স্ত্রী। সাগর মিয়া পেশায় একজন কৃষক।

রিপার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ১০ বছর আগে রিপার সঙ্গে সাগরের বিয়ে হয়। বিয়ের আট বছর পর রিপা প্রথম অন্তঃসত্ত্বা হন। তবে সন্তান প্রসবের সময় ওই শিশুর মৃত্যু হয়। রিপা আবার অন্তঃসত্ত্বা হন। এর মধ্যে গতকাল সোমবার বিকেলে রিপার প্রসবব্যথা শুরু হয়। পরে পরিবারের লোকজন তাঁকে বেসরকারি লাইফ কেয়ার শিশু ও জেনারেল হাসপাতাল নিয়ে যান। বিকেল পৌনে পাঁচটার দিকে স্বাভাবিক প্রক্রিয়ায় একটি কন্যার জন্ম দেন তিনি। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে দুটি কন্যা ও একটি ছেলের জন্ম দেন রিপা।

চার নবজাতকের বাবা সাগর আলী বলেন, ‘আমি কৃষিকাজ করি। বিয়ের দীর্ঘ ১০ বছর পর কোলজুড়ে ৪টি শিশু এসেছে। আমি অনেক খুশি।’

চিকিৎসক শারমিন সুলতানা বলেন, রিপা অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে তাঁর তত্ত্বাবধানে ছিলেন। অন্তঃসত্ত্বা অবস্থায় রিপার বিভিন্ন সমস্যা ছিল। প্রথম দিকে রিপার করোনার উপসর্গ ছিল। নিয়মিত চিকিৎসায় তাঁকে সুস্থ করে তোলা হয়। তাঁর শরীরে রক্তের পরিমাণও কম। নবজাতকদের ওজন যথাক্রমে ১ কেজি ৫০০ গ্রাম, ১ কেজি ৭০০ গ্রাম, ১ কেজি ৬০০ গ্রাম ও ১ কেজি সাড়ে ৬০০ গ্রাম। জন্ম নেওয়া চারটি নবজাতকের শারীরিক অবস্থা ভালো। তবে ওজন কম হওয়ায় তাদের ব্রাহ্মণবাড়িয়া শিশু হাসপাতালের ইনকিউবেটরে রাখা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.