ব্রাজিল-ক্রোয়েশিয়া প্রথমার্ধে গোলশূন্য

0
214
ক্রোয়াট উইঙ্গারকে ফাউল করে হলুদ কার্ড দেখেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। ছবি: এএফপি

কাতার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ও ক্রোয়েশিয়া মুখোমুখি হয়েছে। জিতলে সেমিফাইনাল হারলে বিদায় ল্যাতিন ও ইউরোপের এমন মহারণে প্রথমার্ধে গোল করতে পারেনি কোন দল।

ব্রাজিল ও ক্রোয়েশিয়া ম্যাচে প্রায় সমান পজিশন নিয়ে খেলেছে। ব্রাজিল গোলের লক্ষ্যে তিনটি শট নিলেও তা ক্রোয়াট গোলরক্ষককে তেমন পরীক্ষায় ফেলতে পারেনি। অন্যদিকে ক্রোয়েশিয়া গোলে শট নিতে না পারলেও তিনটি ভালো সুযোগ তৈরি করেছিল। যা থেকে একটি গোল হওয়ার ভালো সুযোগ ছিল।

ক্রোয়েশিয়ার রক্ষণ মজবুত। অভিজ্ঞ লভরেন রক্ষণে শক্তিশালী, ২০ বছর বয়সী জিভারডিওল বড় বড় ক্লাবের নজরে এসেছেন। ফুলব্যাক জুরানভিক ও সোসা অভিজ্ঞ। সঙ্গে মিডফিল্ডে আছেন ১৬ বছর জাতীয় দলে খেলা লুকা মডরিচ। ৩৮ বছরের তিনি সেরা ফুটবল খেলছেন। মিডফিল্ডে ব্রোজোভিক ও কোভাচিক অভিজ্ঞ এবং বড় ক্লাবে খেলেন।

ব্রাজিল কোচ তিতে আসরে প্রথমবার অপরিবর্তিত একাদশ নিয়ে খেলাচ্ছেন। ইনজুরির কারণে সার্বিয়ার ম্যাচের একাদশ সুইসদের বিপক্ষে খেলাতে পারেননি তিনি। ক্যামেরুনের বিপক্ষে মূল খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছিলেন। দক্ষিণ কোরিয়া ও ক্রোয়েশিয়া ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছেন তিতে।

ব্রাজিলের একাদশ: অ্যালিসন (গোলরক্ষক), এডার মিলিতাও, থিয়াগো সিলভা, মারকুইনহোস, দানিলো, কাসেমিরো, লুকাস পাকুয়েতা, নেইমার জুনিয়র, রাফিনহা, রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র।

ক্রোয়েশিয়ার একাদশ: ডমিনিক লিভাকোভিচ, জোসিপ জুরানোভিচ, ডিজান লভরেন, জোসকো জিভারদিওল, বোর্না সোসা, মাতেও কোভাচিক, মার্সেলো ব্রোজোভিচ, লুকা মডরিচ, আন্দ্রেজ ক্রামারিচ, মারিও পাসালিক, ইভান পেরিসিচ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.