ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া, দাবি জাপানের

0
154

উত্তর কোরিয়া একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান।

বুধবার জাপান ও দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা স্থানীয় সময় সকাল ১০টার কাছাকাছি সময় ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ শনাক্ত করার কথা জানান। খবর বিবিসির

উভয় দেশই দাবি করেছে, ক্ষেপণাস্ত্রটি একটি আইসিবিএম। এটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যা মহাদেশ অতিক্রম করতে পারে বলে ধারণা করা হয়। আইসিবিএম মার্কিন যুক্তরাষ্ট্রসহ তাদের দীর্ঘ পরিসরের জন্য বিশেষভাবে উদ্বেগজনক।

জাপানের প্রতিরক্ষামন্ত্রীর দাবি, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি এক ঘণ্টারও বেশি সময় ধরে উড়ছে। এটি জাপানের জলসীমায় অবতরণ করবে বলে ধারণা করা হচ্ছে।

উত্তর কোরিয়ার আকাশসীমায় মার্কিন গুপ্তচর বিমানের অনুপ্রবেশের বিরুদ্ধে প্রতিশোধের হুমকি দেওয়ার পরই দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর প্রকাশ্যে এলো।

সম্প্রতি মার্কিন গুপ্তচর বিমান আকাশসীমা লঙ্ঘন করেছে বলে দাবি উত্তর কোরিয়ার। এ সপ্তাহের শুরুর দিকেই পিয়ংইয়ং মার্কিন গুপ্তচর বিমানগুলোকে গুলি করে ভূপাতিত করার হুমকি দিয়েছে।

তবে দক্ষিণ কোরিয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে ওয়াশিংটন বলেছে, তাদের সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.