বোমা পাওয়া যায়নি, ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট চলবে

0
30
বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট

ঢাকা-কাঠমান্ডু রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭৩ ফ্লাইটে বোমা থাকার খবরটি সম্পূর্ণ ভুয়া বলে নিশ্চিত করেছে সংস্থাটি। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জিএম (জনসংযোগ) বি এম রওশন কবীর।

তিনি বলেন, বিমানে কোনো বোমা বা এ ধরনের কিছুই পাওয়া যায়নি। এটি ছিল একটি ভুয়া কল। যাত্রীদের বোর্ডিং করানো হচ্ছে, শেষ হলেই ফ্লাইটটি কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাবে।

জানা গেছে, বিকেল ৪টা ৪৫ মিনিটে ফ্লাইটটির ঢাকা ছাড়ার কথা থাকলেও উড্ডয়নের আগে ট্যাক্সিওয়েতে থাকা অবস্থায় একটি অজ্ঞাত সূত্র থেকে বোমা থাকার হুমকি আসে। সঙ্গে সঙ্গে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নেয়া হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ জানায়, একটি অজানা নম্বর থেকে ফোনকলের মাধ্যমে জানানো হয়, বিমানের ওই ফ্লাইটে বোমা রয়েছে। যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে তাৎক্ষণিকভাবে সবাইকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয় এবং পুরো বিমানটি তল্লাশি করা হয়। তবে শেষ পর্যন্ত কোনো বোমা বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

এ ঘটনায় আতঙ্ক ছড়ালেও শেষ পর্যন্ত কোনো বিপদ না থাকায় স্বস্তি ফিরে এসেছে যাত্রীদের মাঝে। নিরাপত্তা নিশ্চিত করে যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যেই ফ্লাইটটি কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.