বেনজেমা সৌদি আরবে গেলে রিয়ালে তাঁর বিকল্প হতে পারেন যাঁরা

0
160
রিয়াল ছাড়তে যাচ্ছেন করিম বেনজেমা

লম্বা সময় ধরে রিয়াল মাদ্রিদের সেন্টার ফরোয়ার্ড পজিশনে সবেধন নীলমণি হয়ে খেলে যাচ্ছেন করিম বেনজেমা। বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল ছাড়ার পর গোলের জন্য রিয়ালের সবচেয়ে বড় ভরসার নাম হয়ে ওঠেন বেনজেমা। ২০২১-২২ মৌসুমে রিয়ালের লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ে সবচেয়ে বড় অবদান ছিল বেনজেমার। সাফল্যের স্বীকৃতিস্বরূপ ব্যালন ডি’অরও জিতেছেন এই স্ট্রাইকার।

কিন্তু সব ভালো কিছুরই নাকি কখনো না কখনো শেষ হতে হয়। ধারণা করা হচ্ছে, সেই সময়টা হয়তো এবার চলেই এল। সৌদি আরবের লোভনীয় প্রস্তাব গ্রহণ করে বেনজেমার রিয়াল ছাড়ার নিশ্চিত। পাশাপাশি বেনজেমা রিয়াল ছাড়ার পর, তাঁর বিকল্প হিসেবে কে আসতে পারেন, তা নিয়েও চলছে নানা জল্পনাকল্পনা। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলোয় বেনজেমার বিকল্প হিসেবে যেসব নাম শোনা যাচ্ছে তাঁদের নিয়ে এ প্রতিবেদন।

বেনজেমার বিকল্প হিসেবে নয়, রিয়ালের ফরোয়ার্ড লাইনকে সমৃদ্ধ করতে আরও আগে থেকেই শোনা যাচ্ছিল হ্যারি কেইনের রিয়ালে আসার কথা। বেনজেমার না থাকা নিশ্চিত হলে রিয়াল হয়তো তাঁকে পেতে আরও মরিয়া হতে পারে। টটেনহামের ঘরের ছেলে কেইন লম্বা সময় ধরে সময় ধরে ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছেন। চলতি মৌসুমেও ৩২ গোল করেছেন এই ইংলিশ ফরোয়ার্ড। কিন্তু মৌসুমের পর মৌসুমে পারফরম্যান্স করেও নিজের নামের পাশে কোনো শিরোপা নেই তাঁর।

টটেনহামের ইংলিশ তারকা হ্যারি কেইন
টটেনহামের ইংলিশ তারকা হ্যারি কেইন

যে কারণে এখন ক্লাব বদলাতে মরিয়া কেইন। এরই মধ্যে রিয়াল ছাড়াও তাঁকে জড়িয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের নাম শোনা যাচ্ছে। তবে টটেনহাম মালিক দানিয়েল লেভি নাকি চান না কেইন কোনো ইংলিশ ক্লাবে যাক। তবে ইংল্যান্ডের বাইরে গেলে আপত্তি নেই তাঁর। পাশাপাশি কেইনকে রিয়ালে পাঠিয়ে এডেন হ্যাজার্ডকেও আনতে চায় তারা। এখন কেইন যদি শেষ পর্যন্ত রিয়ালে যান, তবে তা বার্নাব্যুর ক্লাবটির আক্রমণভাগে বেশ বৈচিত্র্য নিয়ে আসবে।

বেনজেমার বিদায়ের সম্ভাবনা তৈরি হওয়ার পর রিয়াল নাকি হাত বাড়াচ্ছে চেলসির জার্মান স্ট্রাইকার কাই হাভার্টজের দিকে। গত মৌসুমটা ভালো যায়নি হাভার্টজের। তবে ২৪ বছর বয়সী এই তরুণের সামর্থ্য নিয়ে নিঃসন্দেহ রিয়াল কর্তৃপক্ষ। আর চেলসিও নাকি হাভার্টজকে বিক্রির পরিকল্পনা করছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মরিসিও পচেত্তিনোর দিকে তাকিয়ে থাকবে চেলসি কর্তৃপক্ষ। তাঁর পরিকল্পনায় যদি থাকেন, তাহলে হাভার্টজকে আরেক মৌসুম স্টামফোর্ড ব্রিজে দেখাও যেতে পারে। যদিও এখন পর্যন্ত বেশির ভাগ ইউরোপীয় সংবাদমাধ্যম হাভার্টজের চেলসি ছেড়ে রিয়ালে যাওয়ার খবরই দিচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।

নাপোলির লিগ শিরোপা জয়ের অন্যতম নায়ক ভিক্টর ওসিমেন। সদ্য শেষ হওয়া মৌসুমে সিরি ‘আ’র অন্যতম সেরা তারকাও এই নাইজেরিয়ান। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচে গোল করেছেন ৩০টি। সঙ্গে আছে ৫টি অ্যাসিস্ট। আগামী দলবদলে ওসিমেন যে সবার আগ্রহের কেন্দ্রে থাকবেন, তা মাঝ মৌসুমেই স্পষ্ট হয়ে গিয়েছিল। এখন রিয়ালের মতো পরাশক্তির রাডারেও আছেন ওসিমেন। বিশেষ করে বেনজেমা যদি রিয়াল ছেড়ে যান তবে নম্বর নাইনে তাঁর যোগ্য বিকল্প হতে পারেন ওসিমেনই। তবে ওসিমেন নাকি নাপোলিতে আসার আগে লিলে থাকার সময়ই রিয়ালের নজরে পড়েছিলেন। রিয়াল নাকি তাঁর আরেকটু পরিপক্ব হওয়ার অপেক্ষায় ছিল।

নাপোলির নাইজেরিয়ান ফরোয়ার্ড ভিক্টর ওসিমেন
নাপোলির নাইজেরিয়ান ফরোয়ার্ড ভিক্টর ওসিমেন

লিভারপুলের হয়ে সম্ভাব্য সব জিতেছেন রবার্তো ফিরমিনো। তবে সাফল্যের সেই গল্পকে পেছনে ফেলে এখন সামনে এগোতে চান ফিরমিনো। ব্রাজিলিয়ান এই তারকা এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে লিভারপুলকে বিদায়ও বলে দিয়েছেন। এখন পর্যন্ত অবশ্য তাঁর আনুষ্ঠানিকভাবে কোথাও যাওয়ার খবর শোনা যায়নি। তবে ধারণা করা হচ্ছে ফিরমিনো হয়তো রিয়ালেই যেতে পারেন।

তবে রিয়ালে আসলে ফিরমিনো নিয়মিত সুযোগ পাবেন কি না, তা নিয়েও আছে শঙ্কা। এ ছাড়া ফিরমিনোর সামনে আরেকটি বড় বাধা হতে পারে বয়স। ৩১ বছর বয়সী এ ফুটবলার আর কত দিন নিজের সেরাটা উপহার দিতে পারবেন তা নিয়ে শঙ্কা আছেই। তাই ফিরমিনোকে রিয়াল দলে টানলেও তাঁকে হয়তো শেষ পর্যন্ত ব্যাকআপ হিসেবেই খেলাতে চাইবে বার্নাব্যুর ক্লাবটি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.