বেগম জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন: গভীর রাতে ব্রিফিংয়ে ডা. জাহিদ

0
30
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) রাত ২টার পরে এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

ডা. জাহিদ হোসেন বলেন, আমি গত পরশুদিন বলেছিলাম, উনি উনার সবচেয়ে সংকটময় সময় অতিক্রম করছেন এবং সময় বলে দেবে তিনি কতটুকু সেই সংকট কাটিয়ে উঠতে পারবেন।

খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি সব চিকিৎসক রাত ৩টা পর্যন্ত তার চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করছেন জানিয়ে ডা. জাহিদ জানান, খালেদা জিয়াকে দেখতে রাতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, খালেদা জিয়ার ছোট ভাইসহ সব আত্মীয়-স্বজন এসেছেন। অনেকে এখনও হাসপাতালে অবস্থান করছেন।

তিনি আরও বলেন, মেডিকেল বোর্ডের যেসব চিকিৎসক বাংলাদেশে আছেন, তারা হাসপাতালে উপস্থিত আছেন। আর যারা বিদেশে আছেন তারা অনলাইনে যুক্ত আছেন।

খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন জানিয়ে ডা. জাহিদ বলেন, এই অবস্থায় আমরা শুধু এটুকু বলতে পারি- উনার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাই, মহান আল্লাহ যেন সুস্থ করে দেন।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.