আষাঢ়ের বিদায়ক্ষণে ঢাকায় ৬ ঘণ্টায় ১৩০ মিলিমিটার রেকর্ড বৃষ্টি হয়েছে। এটা চলতি বর্ষা মৌসুমের স্বাভাবিক অবস্থায় রাজধানীতে এক দিনে সর্বোচ্চ বৃষ্টি। এতে রাজধানীর অনেক এলাকা ডুবে গেছে। সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের অফিসেও পানি উঠেছে।
শুক্রবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
ছবি দিয়ে এক পোস্টে মোস্তাফা জব্বার লিখেছেন, একটু বৃষ্টি হলেই আমার আরামবাগ অফিসে পানি ওঠে। কিন্তু আজ সেগুনবাগিচা অফিসও ডুবে গেল।
ওই পোস্টে একজন প্রশ্ন করে লেখেন, ‘এটার কারণ কী হতে পারে? অপরিকল্পিত নগরী নির্মাণ, নাকি উন্নয়ন ব্যতিত নগরী?’
জবাবে মোস্তফা জব্বার লেখেন, ‘পানি সরার নর্দমা বন্ধ। আরামবাগের সমস্যাটা পুরোনো। দক্ষিণ সিটি করপোরেশন মোটেই কাজ করেনি। তবে সেগুন বাগিচা এভাবে জলমগ্ন হওয়াটা অবাক করেছে।’
আরেকজন ওই পোস্টের মন্তব্যের ঘরে লেখেন, ‘এটা কী হলো‚ স্যার! এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। সাবধানে থাকবেন‚ স্যার! রাসেলস ভাইপার লুকিয়ে থাকতে পারে।’