বৃক্ষরোপণ প্রচারাভিযানে ভারত থেকে বাংলাদেশের পথে ৩ জন

0
138

জলবায়ু সংকটের কারণে ধরণী ধীরে ধীরে উষ্ণ হয়ে উঠছে। পরিবেশবিদরা বলছেন, ব্যাপকভাবে গাছ কাটার ফলেই তীব্র গরমের মুখোমুখি হতে হচ্ছে আমাদের। তাই এবার জলবায়ু রক্ষায় বৃক্ষরোপণের প্রচারাভিযানে ‘গাছ লাগান প্রাণ বাঁচান’ প্রতিপাদ্যে ভারত থেকে বাংলাদেশের পথে রওয়ানা দিয়েছেন তিনজন। এদের মধ্যে দুইজন স্কেটিং করছেন আর একজন সাইক্লিং করছেন।

সোমবার সকালে শ্যামনগর বাসুদেবপুর থেকে স্কেটিংয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন দুইজন। পরে তাদের সঙ্গে সাইকেলে করে আরেকজন যোগ দেন।

এদিকে তাদের পুরো টিমকে শুভেচ্ছা জানাতে বাসুদেবপুরে পৌঁছেছেন তৃণমূল কাউন্সিলর তথা ভাটপাড়া পৌরসভার সিআইসি অরুণ ব্রহ্ম। তিনি বলেন, ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে এবং পরিবেশকে বাঁচাতে গাছ লাগানোর বার্তা দিতে তাদের এই যাত্রা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.