বুয়েটের সব পরীক্ষা স্থগিত

0
21
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৭ আগস্ট) বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. এন এম গোলাম জাকারিয়া স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী ৩০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্নাতক পর্যায়ের যেসব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেগুলো স্থগিত করা হয়েছে। পরবর্তীতে একাডেমিক কাউন্সিলের আলোচনার মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

বুয়েটসহ দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

বুধবার (২৭ আগস্ট) শিক্ষার্থীরা তাদের দাবি জানাতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান নিতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষর ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। পরে লাঠিপেটায় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

ঘটনায় কয়েকজন শিক্ষার্থী, সাংবাদিক ও পুলিশ সদস্য আহত হন বলে জানা গেছে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.