সুবি সুরেশের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মালয়ালম
ইন্ডাস্ট্রিতে। তাঁর সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সুবি সুরেশের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, ‘আমরা এমন একজন শিল্পীকে হারিয়েছি, যিনি অভিনয় দিয়ে সুবি দর্শকদের মনে একটা জায়গা তৈরি করে নিয়েছেন। তাঁর ভবিষ্যৎও বেশ উজ্জ্বল ছিল।’
সুবি কৌতুক অভিনেত্রী হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু তাঁর ক্যারিয়ার শুরু হয়েছিল একজন নৃত্যশিল্পী ও মিমিক্রি শিল্পী হিসেবে। এরপর তিনি কৌতুক অভিনেতা হিসেবে নাম লেখান ছোট পর্দায়। জনপ্রিয় প্যারোডি সিরিজ ‘সিনেমালা’সহ বেশ কয়েকটি কমেডি টিভি শোতে তাঁকে দেখা গেছে।
পরে ২০০৬ সালে পরিচালক রাজসেননের মালয়ালম সিনেমা ‘কনকসিমাসনম’-এর মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। এরপর প্রায় ২০টি সিনেমায় অভিনয় করেছেন সুবি।