শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) খাতকে বৈশ্বিক মানসম্পন্ন, অগ্রগামী কর্মশক্তি উন্নয়ন ব্যবস্থায় রূপান্তরের লক্ষ্যে ২০২৫ সালের টিভিইটি বাস্তবায়ন পরিকল্পনা দেশের জন্য এক মাইলফলক।
রোববার (১০ আগস্ট) রাজধানীর একটি পাঁচতারকা হোটলে কারিগরি শিক্ষা অধিদফতর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে টিভিইটি বাস্তবায়ন পরিকল্পনা ২০২৫-২০৩০ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, সেবা খাতের জন্য টিভিইটি স্নাতকদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। জরুরি ভিত্তিতে এই চাহিদা পূরণে বিশ্বমানের শিল্প-সংশ্লিষ্ট দক্ষতা অর্জনে তরুণদের প্রস্তুত করতে হবে।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় কারিগরি শিক্ষা অধিদফতর বিগত প্রায় দুই বছরের পরিশ্রম ও দেশব্যাপী আলোচনা-পরামর্শের মাধ্যমে প্রণীত এই পরিকল্পনাটি বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ও সুনির্দিষ্ট বাজেট ভিত্তিক জাতীয় রোডম্যাপ প্রণয়ন করেছে। এটি বাস্তবায়িত হবে ইইউ অর্থায়িত এইচসিডিপি-২১ বাজেট সাপোর্ট প্রোগ্রামের সহায়তায়।
এই পরিকল্পনায় অন্তর্ভূক্ত হয়েছে ৬টি প্রধান ফলাফল ক্ষেত্রের আওতায় ৮৭ টি কৌশলগত পদক্ষেপ। এতে গুরুত্ব পেয়েছে প্রশিক্ষণের মান, প্রাসঙ্গিকতা, প্রবেশাধিকার, সিস্টেম, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, অর্থায়ন ও শিল্প-শিক্ষা সংযোগ।