বিভিন্ন স্থানে আজও বৃষ্টি হবে, তবে কোথাও রোদের দেখা মিলবে

0
94
ঢাকায় আজ মঙ্গলবার সকালে হালকা বৃষ্টি হয়েছে। বেলা ১১টার দিকে আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে আসে
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ মঙ্গলবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তবে কোথাও কোথাও রোদের দেখা মিলতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
 
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, আজ ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
 
বরিশাল ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এমন বৃষ্টি হতে পারে। আর খুলনা ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।
 
তবে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের।
 
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ দেশের বিভিন্ন স্থানে কমবেশি বৃষ্টি হতে পারে। তবে দেশের কোথাও কোথাও আজ রোদ উঠতে পারে।
 
গত রোববার রাত আটটার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মোংলার দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, ভোলাসহ উপকূলের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া বয়ে যায়। এর প্রভাবে উপকূলের বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাস হয়। এর সঙ্গে ছিল প্রায় সারা দেশে বৃষ্টি।
 
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি বাড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.