বিপিএল: আবারও রংপুরকে হারাল রাজশাহী

0
23
রাজশাহী

রাজশাহী ৭ উইকেটে জয়ী

শেষ ওভারে শুধু জয়ের রানটাই দরকার ছিল। নাহিদ রানার প্রথম বলে সিঙ্গেল নিয়ে রাজশাহীকে সেই মুহূর্তটিই এনে দিলেন মুহাম্মদ ওয়াসিম। রংপুর রাইডার্সের করা ১৭৮ রান রাজশাহী পেরিয়ে গেল ৫ বল আর ৭ উইকেট হাতে রেখেই।

এবারের বিপিএলে এ নিয়ে দ্বিতীয়বার রংপুরকে হারাল রাজশাহী। এর আগে ১ জানুয়ারি তারা সুপার ওভারে জিতেছিল।

তাওহিদ হৃদয়ের অপরাজিত ৯৭ ও খুশদিল শাহর ৪৪ রানের দুটি ইনিংসে ভর করে রংপুর তুলেছিল ৪ উইকেটে ১৭৮ রান।

তাড়া করতে নেমে ১৩ রানে ওপেনার তানজিদ হাসানকে হারালেও রাজশাহীর সমস্যা হয়নি। নাজমুল হোসেন ও মুহাম্মদ ওয়াসিমের দ্বিতীয় উইকেট জুটিতে দলটি পেয়ে যায় ১৪৩ রান। এরপর নাজমুল ৭৬ রান করে আউট হওয়ার পর বাকি কাজটা সারেন ওয়াসিম। নাজমুলের ৪২ বলের ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ৬টি চার। আর আরব আমিরাতের ব্যাটসম্যান ওয়াসিম মাঠ ছেড়েছেন ৫৯ বলে ৪ ছক্কা ও ৭ চারে ৮৭ রানে অপরাজিত থেকে।

পয়েন্ট তালিকায় রাজশাহী এখন ৭ ম্যাচে ৫ জয়ের ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিনে রংপুর। চট্টগ্রাম রয়্যালস শীর্ষে আছে রাজশাহীর চেয়ে রানরেটে এগিয়ে থাকা।

সংক্ষিপ্ত স্কোর

রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৭৮/৪ (হৃদয় ৯৭*, খুশদিল ৪৪, লিটন ১১; লামিচানে ১/২১, নিশাম ১/১৭)। রাজশাহী ওয়ারিয়রস: ১৯.১ ওভারে ১৭৯/৩ (ওয়াসিম ৮৭*, নাজমুল ৭৬; আকিফ ২/৪৩)। ফল: রাজশাহী ওয়ারিয়রস ৭ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: নাজমুল হোসেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.