বিপাশা বসু থেকে কার্ডাশিয়ান—জর্জিনা আসার আগে রোনালদোর যত প্রেমিকা

0
25
রোনালদোর যত প্রেমিকা

শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।

খবরটি এত দিনে বিশ্বব্যাপী চাউর হয়ে গেছে। জর্জিনা রদ্রিগেজের সঙ্গে ৯ বছর ধরে প্রেম ও ঘর-সংসারের পর তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছেন রোনালদো। ১১ আগস্ট নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এক পোস্টে ব্যাপারটি সবাইকে বুঝিয়ে দেন আর্জেন্টাইন মেয়ে জর্জিনা। পর্তুগিজ কিংবদন্তির হাতের ওপর নিজের আংটি পরা হাত রেখে ক্যাপশনে জর্জিনা লেখেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার অন্য সব জন্মেও।’

স্পোর্তিং লিসবন থেকে ১৮ বছর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন রোনালদো। তখন থেকেই তাঁর খ্যাতি পাওয়ার শুরু। জর্জিনা তাঁর জীবনে আসার আগে আরও অনেকের সঙ্গেই প্রেমে জড়ান রোনালদো। প্যারিস হিলটন থেকে কিম কার্ডাশিয়ানও থাকবেন সে তালিকায়। সংবাদমাধ্যম থেকে ভক্তদের মধ্যে রোনালদোর প্রেমের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন গুঞ্জনও চলেছে। ৪০ বছর বয়সী রোনালদো জর্জিনার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর আগে কারা এসেছিলেন তাঁর জীবনে, তারই একটি তালিকা করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন।

জর্দানা জার্দেল

পেশাদার ফুটবলার হিসেবে রোনালদোর জীবনে প্রথম প্রেমিকা ব্রাজিলিয়ান মডেল জর্দানা জার্দেল। স্পোর্তিং লিসবন সতীর্থ মারিও জার্দেলের মাধ্যমে জর্দানার সঙ্গে পরিচিত হন রোনালদো। মারিও ও জর্দানা সম্পর্কে ভাই-বোন। ১৮ বছর বয়সী রোনালদোকে সে সময় জর্দানার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে। ২০০৩ সালে ফুটবল খেলার সরঞ্জাম পরে গ্যালারিতে বসে রোনালদোকে সমর্থন দিতেও দেখা গেছে বর্তমানে ৪০ বছর বয়সী জর্দানাকে। তবে দুজনের সম্পর্কটা বেশি দিন টেকেনি। অল্প সময়ের জন্য প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন দুই ভুবনের দুই তারকা। জর্দানা এখন বিবাহিত এবং তাঁর আট বছরের একটি মেয়ে আছে।

ব্রাজিলিয়ান মডেল জর্দানা জার্দেল
ব্রাজিলিয়ান মডেল জর্দানা জার্দেলজর্দানা জার্দেলের ইনস্টাগ্রাম হ্যান্ডল

মেরশে রোমেরো

পর্তুগিজ মডেল মেরশে রোমেরোর সঙ্গে ২০০৫ থেকে ২০০৬ সালের মধ্যে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন রোনালদো। পর্তুগিজ এই টিভি সঞ্চালক বয়সে তাঁর ৯ বছরের বড়। ম্যানচেস্টার ইউনাইটেডে প্রথম মেয়াদে রোনালদোর প্রেমিকাদের মধ্যে মেরশে বেশ আলোচিত।

রোনালদো তারকা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আগেই মেরশে তাঁর দেশে প্রতিষ্ঠিত তারকা। ‘পর্তুগাল ইন দ্য হার্ট’ নামে টিভির একটি ‘টক শো’র উপস্থাপনা করে তারকাখ্যাতি পেয়ে যান মেরশে। কিন্তু রোনালদো ইংল্যান্ড আর মেরশে পর্তুগালে থাকায় দুজনের সম্পর্ক বেশি দিন টেকেনি। তবে প্রেমের সম্পর্কটা যতটা সম্ভব গোপন রাখার চেষ্টা করেছেন দুজনই। সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে ২০২১ সালে সংবাদমাধ্যম ‘ফ্লাশ’কে মেরশে বলেছিলেন, ‘কথা দিয়েছিলাম কখনো এ নিয়ে মুখ খুলব না। সেটা তার কাছে, নিজের কাছে…কিংবা তার পরিবারের কাছে, যাদের প্রতি আমার সম্মানবোধ অনেক। যেটা বলতে পারি, আমাদের ইতিহাস ছিল, বর্ণিল ইতিহাস। পেছনে তাকিয়ে মনে হয়, জীবনে খুব সুন্দর কিছু ঘটেছিল। খুব ভালো এক মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, যে বিশ্বের সেরা খেলোয়াড়। বিশেষ একজন মানুষ।’

ইমোগেন টমাস

মেরশের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর রিয়েলিটি তারকা ইমোগেন টমাসের সঙ্গে অল্প সময়ের জন্য প্রেমের সম্পর্কে জড়ান রোনালদো। ‘বিগ ব্রাদার’ দিয়ে খ্যাতি পাওয়া এবং ২০০৩ সালে ‘মিস ওয়েলশ’ হওয়া এই টিভি ব্যক্তিত্বের সঙ্গে ২০০৬ সালে রোনালদোর প্রেমের গুঞ্জন চাউর হয়। এরপর ২০১১ সালেও দ্বিতীয় দফায় দুজনের প্রেমে জড়ানোর গুঞ্জন শোনা গেছে।

সোরাইয়া চাভেস

পর্তুগিজ অভিনেত্রী ও মডেল। ২০০৭ সালে মুক্তি পাওয়া পর্তুগালের ওই বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ‘কল গার্ল’–এ অভিনয় করে খ্যাতি পান। তার আগের বছর রোনালদোর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। রোনালদোর এ সম্পর্কও বেশি দিন টেকেনি।

জেমা অ্যাটকিনসন
জেমা অ্যাটকিনসনজেমা অ্যাটকিনসনের ইনস্টাগ্রাম হ্যান্ডল

জেমা অ্যাটকিনসন

রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে ২০০৭ সালে তাঁর সঙ্গে জেমা অ্যাটকিনসনকে মাঝেমধ্যেই দেখা গেছে। এ নিয়ে তখন ইংল্যান্ডের ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনার শেষ ছিল না। এই সাবেক অভিনেত্রী ও গ্ল্যামার মডেলকন্যা এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, রোনালদো তাঁর হৃদয় জয়ের জন্য কী পরিমাণ চেষ্টা করেছেন। ম্যানচেস্টারের রেডিও স্টেশন কি ১০৩-কে জেমা বলেছিলেন, ‘আমি জানি না সে এখনো (আমায়) পছন্দ করে কি না। তবে সে এটা উপভোগ করত।’ জেমা আরও জানিয়েছেন, ‘সম্পর্ক ভেঙে যাওয়ার পর এ নিয়ে কথা বলতে আমাকে অনেক অর্থের লোভ দেখানো হয়েছিল। কিন্তু আমি তা চাইনি।’

বিপাশা বসু

জেমার সঙ্গে প্রেমের বছরই বলিউড তারকা বিপাশা বসুকে চুমু খেতে দেখা গিয়েছিল রোনালদোকে। লিসবনে একটি অনুষ্ঠানের সঞ্চালক হয়েছিলন দুজন, সেখান থেকে তাঁদের পরিচয়। সংবাদমাধ্যমে গুঞ্জন ছড়ায়, সেখান থেকে প্রেমের সম্পর্কে জড়ান দুই ভুবনের দুই তারকা। সাক্ষাতের সেই সন্ধ্যা নিয়ে বিপাশা পরে বলেছিলেন, ‘স্বপ্ন সত্যি হলো।’ বিপাশার ভাষায়, ‘সাক্ষাতের পর আমরা ক্লাবে যাই। সময়টা দারুণ কেটেছে।’

রোনালদো ও বিপাশা বসু
রোনালদো ও বিপাশা বসু, ফেসবুক

বর্তমানে ৪৬ বছর বয়সী বিপশা সে সময় বলিউড তারকা জন আব্রাহামের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। এ কারণে তখন রোনালদোর সঙ্গে বিপাশার প্রেমের গুঞ্জন ট্যাবলয়েডগুলোয় বেশ ফলাও করেই ছাপা হয়েছিল। ইন্ডিয়া টাইমসের মতে, বিপাশা ‘চুমু’র ব্যাপারটি অস্বীকার করে বলেছিলেন, ওটা ছিল ‘মধুরতম পুরুষ’ রোনালদোর সঙ্গে একটি দুষ্টুমির মুহূর্ত। বলিউডের সিনেমা দুজনেরই পছন্দের হওয়ায় তাঁদের বন্ধুত্ব হয়েছিল বলে জানিয়েছিল সংবাদমাধ্যম।

প্যারিস হিলটন

রোনালদো তখন কিছুদিন হলো ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়েছেন। আর হলিউড অভিনেত্রী ও মডেল প্যারিস হিলটনেরও বেসবল খেলোয়াড় ডগ রেইনহার্টের সঙ্গে বিচ্ছেদ ঘটেছে। ২০০৯ সালে জানা যায়, রিয়াল মাদ্রিদে ৮ কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে যোগদানের ব্যাপারটি উদ্‌যাপন করতে লস অ্যাঞ্জেলেসে হিলটনকে নিয়ে পার্টিতে মজেছেন রোনালদো। যুক্তরাষ্ট্রের শহরটির মাইহাউস নৈশ ক্লাবে সময় কাটিয়েছিলেন দুজন। সে সময় প্যারিস হিলটনের বোন নিকিও তাঁদের সঙ্গে ছিলেন। এরপর ওয়েস্ট হলিউডে নিকির বাসায় যান দুজন। তবে কয়েকটি রাত ও কিছু চুমুর বাইরে দুজনের সম্পর্কটা বেশি দিন এগোয়নি বলে জানায় সংবাদমাধ্যম।

প্যারিস হিলটন
প্যারিস হিলটনপ্যারিস হিলটনের ইনস্টাগ্রাম হ্যান্ডল

‘কসমোপলিটন’কে হিলটন সে সময় বলেছিলেন, ‘ক্রিস্টিয়ানো ও আমি ভালো বন্ধু। সে ভালো মানুষ, অবিশ্বাস্য অ্যাথলেট।’ হিলটন আরও বলেছিলেন, ‘আমি রোনালদোর সঙ্গে ডেটিং করতে চাইনি; কারণ, শুধু ফুটবলারের স্ত্রী হওয়ার ইচ্ছা আমার ছিল না।’

লুয়ানা বেলেত্তি

২০০৯ সালে চেলসির খেলোয়াড় জুলিয়ান বেলেত্তির বোন লুয়ানা বেলেত্তির সঙ্গেও রোনালদোর প্রেমের গুঞ্জন শোনা গেছে। এই ফ্যাশন ডিজাইনারকে রেস্টুরেন্টে রোনালদোর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে।

নেরেইদা গ্যালার্দো

স্প্যানিশ মডেল। সাম্প্রতিক সময়ে তাঁর নামটি আলোচনায় এসেছে। কারণ, রোনালদোর বর্তমান প্রেমিকা জর্জিনাকে নিয়ে মন্তব্য করেছিলেন। ২০০৮ সালে ৮ মাসের জন্য রোনালদোর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান বিউটি সেলুনের এই মালিক। এর আগে রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর পর্তুগিজ কিংবদন্তির পক্ষ নিয়ে ‘মিরর’কে গ্যালার্দো বলেছিলেন, ‘খবরটি শুনে বিস্মিত হয়েছি। কারণ, ক্রিস্টিয়ানোর সঙ্গে থাকতে সে আমার সঙ্গে ভালো আচরণ করেছে। আমার প্রতি সে কখনোই আক্রমণাত্মক হয়নি। বিছানায় সে মোটেও আক্রমণাত্মক নয়।’

কিম কার্ডাশিয়ান
কিম কার্ডাশিয়ানরয়টার্স

কিম কার্ডাশিয়ান

২০১০ সালে রোনালদোর প্রেমের রাডারে ধরা পড়েছিলেন কিম কার্ডাশিয়ান। মেইল অনলাইন সূত্র মারফত জানিয়েছে, তখন ২৯ বছর বয়সী কিম স্পেনে বেড়াতে গিয়েছিলেন এবং রোনালদোর সঙ্গে তাঁর দেখা হয়েছিল। তাঁকে চুমুও দিতে দেখা গেছে রোনালদোকে। মাদ্রিদে তিন দিনের সেই সফরে যুক্তরাষ্ট্রের এই মিডিয়া ব্যক্তিত্বের সঙ্গে ডিনারেও দেখা গিয়েছিল রোনালদোকে। তখন একটি সূত্র বলেছিলেন, ‘সে ও রোনালদো একে অপরকে চুমু খাচ্ছিল। হাসাহাসিতে বন্ধুত্বপূর্ণ সময় কাটাচ্ছিল দুজন।’

স্পেনে রোনালদোর বাসায়ও কার্ডাশিয়ান গেছেন বলে তখন গুঞ্জন শোনা গেছে সংবাদমাধ্যমে। ফুটবলপ্রিয় কার্ডাশিয়ানকে কয়েক বছর ধরে তাঁর সন্তানকে ফুটবল ম্যাচে নিয়ে যেতে দেখা যাচ্ছে। রোনালদোর দলের ম্যাচেও তাঁকে দেখা গেছে গ্যালারিতে।

ইরিনা শায়েক

জর্জিনা আসার আগে রুশ এই সুপারমডেলের সঙ্গে সবচেয়ে বেশি দিন সম্পর্ক ছিল রোনালদোর। ২০১০ সালে আরমানির এক অনুষ্ঠানে ইরিনা শায়েক ও রোনালদো একসঙ্গে মডেলিং করেন। সেখান থেকে দুজনের পরিচয় এবং তারপর সম্পর্কটা প্রণয়ে গড়ায়। সে সময় বিশ্বের সবচেয়ে আলোচিত জুটিদের মধ্যে ছিলেন তাঁরা। ২০১৪ সালে ‘ভোগ’ সাময়িকীর প্রচ্ছদেও আসেন এই জুটি। প্রায় পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর দুজনের সম্পর্ক ভেঙে যায়। সংবাদমাধ্যম তখন জানিয়েছিল, ‘বিশ্বাসঘাকতা’র শিকার হওয়ায় এ সম্পর্কে আর থাকেননি ইরিনা। রোনালদো গোপনে বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন মেয়েকে বার্তা পাঠান, এটা জানার পর ইরিনা এ সম্পর্ক থেকে সরে আসেন।

রোনালদো ও ইরিনা শায়েক
রোনালদো ও ইরিনা শায়েকএএফপি

ব্রিটিশ ট্যাবলয়েড ‘সান’ জানিয়েছে, ইরিনা তাঁদের ঘনিষ্ঠ একজনকে বলেছিলেন, ‘এখন আমি সত্যটা জানি এবং বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি। তাকে বিশ্বাস করেছিলাম। কিন্তু নিজেকে গাধা মনে হচ্ছে, ক্রিস্টিয়ানো আমাকে বোকা বানিয়েছে।’ ইরিনা সম্পর্কচ্ছেদের ঘোষণা দেওয়ার পর ইনস্টাগ্রামে ১ কোটি ১০ লাখ অনুসারী হারান।

লুসিয়া ভিল্লালোন

ইরিনার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর স্পেনের টিভি সঞ্চালক লুসিয়া ভিল্লালোনের সঙ্গে সম্পর্কে জড়ান রোনালদো। নিজের তৃতীয় ব্যালন ডি’অর জয়ের পর তাঁকে ভিল্লালোনের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গেছে। তবে একটি ব্লগে রোনালদোর সঙ্গে সম্পর্কের ব্যাপারটি অস্বীকার করেন ভিল্লালোন, ‘তার সঙ্গে আমার পরিচয়টা পেশাদার। কারণ, আমি রিয়াল মাদ্রিদ টিভিতে কাজ করেছি।’

দেজিরে কোরদেরো
দেজিরে কোরদেরোদেজিরে কোরদেরোর ইনস্টাগ্রাম হ্যান্ডল

দেজিরে কোরদেরো

জর্জিনা আসার আগে রোনালদোর সর্বশেষ প্রেমিকা। ২০১৪ সালে ‘মিস স্পেন’ মুকুটজয়ী দেজিরের সঙ্গে রোনালদো খুদে বার্তা আদান–প্রদান করেন—এমন গুঞ্জন শোনা গিয়েছিল শুরুতে। এরপর জানা গেল, মাদ্রিদের বাইরে লা ফিঞ্চায় রোনালদোর বিলাসবহুল প্যাডে যাতায়াত আছে দেজিরের। কয়েক মাস পর স্পেনের সংবাদমাধ্যমগুলো জানায়, দেজিরের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে রোনালদোর। কারণ, পর্তুগিজ তারকা মনে করেন, দেজিরে ‘খ্যাতির মোহে’ তাঁর সঙ্গে সম্পর্ক গড়েছিলেন। আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডার হোয়াকুইন কোরেয়ার সঙ্গে বর্তমানে প্রেমের সম্পর্কে আছেন দেজিরে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.