বিদেশি মধ্যস্থতা চায় না আ.লীগ, সংলাপের সম্ভাবনা কতটা

0
125
আমির হোসেন আমু

জাতিসংঘের মধ্যস্থতায় বিএনপির সঙ্গে আলোচনার বিষয়টি নাকচ করে দিয়েছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলেরই একজন জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু এ বিষয়ে বক্তব্য দিয়েছিলেন। তাঁর বক্তব্য নিয়েই দলটির ভেতরে প্রতিক্রিয়া হয়েছে। এমনকি আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে তাঁর কাছে কৈফিয়তও চাওয়া হয়েছে।

আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব চলমান রাজনৈতিক সংকট নিরসনে জাতিসংঘ বা বিদেশিদের মধ্যস্থতা বা হস্তক্ষেপের পক্ষে নন।

যদিও তাঁদের অনেকে চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সঙ্গে সংলাপ বা আলোচনার প্রশ্নে ইতিবাচক মনোভাব পোষণ করেন। এ নিয়ে তাঁদের মধ্যে আলোচনাও রয়েছে। কিন্তু আওয়ামী লীগ বিরোধী দলের সঙ্গে সংলাপ বা আলোচনার ব্যাপারে এখনো দলগতভাবে কোনো সিদ্ধান্ত নেয়নি।

ক্ষমতাসীনেরা এসব বক্তব্য দিয়ে মাঠের প্রতিক্রিয়াও বোঝার চেষ্টা করতে পারেন। এটি তাদের কৌশল হতে পারে। আবার সমন্বয়ের অভাব থেকে নানা ধরনের বক্তব্য আসছে কি না, সেই প্রশ্নও থেকে যায়।মহিউদ্দিন আহমদ, লেখক ও গবেষক

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

জাতিসংঘের মধ্যস্থতায় সংলাপের প্রশ্নে দলের একজন নেতার বক্তব্য নিয়ে আওয়ামী লীগের ভেতরের প্রতিক্রিয়া বেশ দ্রুত প্রকাশ্যে এসেছে। গত মঙ্গলবার ঢাকায় ১৪–দলীয় জোটের এক জনসভায় ওই জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু জাতিসংঘের মধ্যস্থতায় আলোচনার কথা বলেছিলেন। পরদিনই গতকাল বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর উল্টো বক্তব৵ দেন।

জাতিসংঘ বা বিদেশিদের মধ্যস্থতায় আলোচনার বিষয় নাকচ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘জাতিসংঘের মধ্যস্থতা বা হস্তক্ষেপ করতে হবে, এমন কোনো রাজনৈতিক সংকট দেশে এখনো তৈরি হয়নি। আমাদের দেশে আমরা আলোচনা করব। এটা নিজেদের সমস্যা, নিজেরাই সমাধান করব।’ গতকাল ছয় দফা দিবসের এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ–ও বলেন, বিএনপির সঙ্গে আলোচনার সিদ্ধান্ত এখনো নেই।

রাজনৈতিক সংকট নিরসনে আলোচনা বা সংলাপের প্রশ্নে গতকাল অন্তত তিনজন মন্ত্রী বক্তব্য দিয়েছেন। তাঁদের মধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জাতিসংঘের মধ্যস্থতায় আলোচনার বিষয় নাকচ করেছেন। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ গতকাল দুপুরে সাংবাদিকদের বলেছেন, ‘আমির হোসেন আমুর বক্তব্য তাঁর ব্যক্তিগত বক্তব্য।’ অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গতকাল সাংবাদিকদের প্রশ্নে বলেছেন, আলোচনার বিকল্প নেই।

বিএনপির সঙ্গে ক্ষমতাসীনদের নির্বাচনী ব্যবস্থা নিয়ে বিরোধের মীমাংসার কোনো ইঙ্গিত এখনো নেই। বিরোধী দল নির্দলীয় সরকারের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত রেখেছে। অন্যদিকে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ভিসা নীতি ঘোষণা করেছে গত ২৪ মে।

নির্বাচন নিয়ে বিরোধপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি সরকার ও আওয়ামী লীগের ওপর একটা চাপ সৃষ্টি করেছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করেন। তাঁরা বলছেন, চাপের কারণে এখন কোনো ইস্যু এলেই মন্ত্রীরা এবং আওয়ামী লীগের নেতারা তা নিয়ে একের পর এক বক্তব্য দিয়ে থাকেন এবং তাঁদের বক্তব্যে সমন্বয়ের ঘাটতি প্রকাশ পায়। এখন সংলাপ বা আলোচনার প্রশ্নেও এর ব্যতিক্রম হয়নি। যদিও ক্ষমতাসীনেরা কোনো চাপের বিষয় স্বীকার করতে রাজি নন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর দুজন সদস্য বলেন, সংলাপ বা আলোচনার ব্যাপারে তাঁদের পক্ষ থেকে যেসব বক্তব্য আসছে, তাতে সমন্বয়ের অভাব রয়েছে। আওয়ামী লীগের অবস্থানের বিপরীতে দলটিরই একজন নেতা যখন রাজনৈতিক সংকট নিরসনে জাতিসংঘের মধ্যস্থতায় আলোচনার কথা বলেছেন, তখন এটিকে সমন্বয়হীনতার বড় উদাহরণ হিসেবে দেখছেন দলের নেতাদের অনেকেই। কারণ, তাঁদের দলে জাতিসংঘের মধ্যস্থতার বিষয়ে কখনো আলোচনা হয়নি। আমির হোসেন আমু ১৪–দলীয় জোটের জনসভায় ওই বক্তব্য দিয়েছেন। ওই জোটের বৈঠকেও এ রকম কোনো আলোচনা হয়নি বলে অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন জানিয়েছেন।

প্রয়োজনে জাতিসংঘের মধ্যস্থতায় বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে

অবশ্য দলটির জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু বলেছেন, তাঁর বক্তব্য তাঁদের দলের নয়, এটি তাঁর ব্যক্তিগত। একই সঙ্গে তিনি তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, ২০১৪ সালের নির্বাচনের আগে জাতিসংঘের প্রতিনিধি হিসেবে অস্কার ফার্নান্দেজ তারানকো ঢাকায় এসে সমঝোতার যে চেষ্টা চালিয়েছিলেন এবং তা সফল হয়নি। সে বিষয়টি তুলে ধরতে গিয়ে তিনি ওই বক্তব্য দিয়েছেন।

ওবায়দুল কাদেরসহ অন্যরা প্রকাশ্যে বিএনপির সঙ্গে কোনো আলোচনার সিদ্ধান্ত না হওয়ার কথা বলছেন।

তবে আওয়ামী লীগের নেতাদের অনেকে মনে করেন, বিএনপি ভোটে অংশ নিতে রাজি হলে নির্বাচনকালীন সরকার নিয়ে একটা আলোচনা শুরু হতে পারে। তবে আলোচনার প্রশ্নে ক্ষমতাসীনেরা যেসব বক্তব্য দিচ্ছেন, তা নিয়ে বিএনপিতে সন্দেহ ও অবিশ্বাস রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকেরা পরিস্থিতিটাকে ব্যাখ্যা করছেন ভিন্নভাবে। লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ বলেন, ক্ষমতাসীনেরা এসব বক্তব্য দিয়ে মাঠের প্রতিক্রিয়াও বোঝার চেষ্টা করতে পারেন। এটি তাদের কৌশল হতে পারে। আবার সমন্বয়ের অভাব থেকে নানা ধরনের বক্তব্য আসছে কি না, সেই প্রশ্নও থেকে যায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.