বিচার বিভাগের কাজের মাধ্যমেই নিরপেক্ষতা বোঝা যাবে: প্রধান বিচারপতি

0
24
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
বিচার বিভাগের কাজ ও কর্মের মধ্যে দিয়েই জনগণ আমাদের পদক্ষেপ, নিরপেক্ষতা আর বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কে বুঝতে পারবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
 
শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরের প্রয়াত দানবীর রনদাপ্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
 
প্রধান বিচারপতি বলেন, এই পরিবারের সঙ্গে আমাদের অনেক পুরনো সম্পর্ক। এখন উৎসবের সময় যাচ্ছে। তাদের সঙ্গে সামিল হতে পারাই আমাদের সৌভাগ্য।
 
এর আগে, তিনি কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে রনদা সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন ও দর্শনার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান বিচারপতি।
 
এ সময় সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নাজিমুদ্দৌলা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার খান, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু প্রমুখ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.