নুশরাত ভারুচা নাম তাঁর। স্টাইলে, আবেদনে আর রূপে কোনো অংশে কম নন বলিউডের অন্যান্য নায়িকাদের থেকে। ২০১০ সালে লাভ সেক্স অওর ধোকা সিনেমা দিয়ে একেবারে লাইমলাইটে চলে আসেন এই অভিনেত্রী। তাঁর অভিনয়শৈলীরও প্রশংসা হয় অনেক। সেই সঙ্গে তাঁর আবেদনময়তা উঠে আসে আলোচনায়। চল্লিশ ছুঁই ছুঁই এই অভিনেত্রী এখনো সমান আকর্ষণীয়। কিন্তু কেন যেন ব্যাটে বলে মিলছে না আর জেতা হচ্ছে না তাঁর ক্যারিয়ারের ম্যাচটি। নতুন করে কিছু সিনেমায় ছোট ছোট রোলে দেখা যাচ্ছে নুশরাতকে আজকাল। জ্যোতিষীর পরামর্শে বদলেছেন নিজের নামের ইংরেজি বানান। দেখা যাক কী আছে এই স্টাইলিশ নায়িকার সামনের দিনগুলোতে। আর এদিকে চলুন দেখে নিই তাঁর যত নজরকাড়া, আবেদনময় লুক।