বাসভবন থেকে ভারতের সাবেক রাজ্য পুলিশপ্রধানের মরদেহ উদ্ধার

0
25
কর্ণাটক রাজ্যের সাবেক পুলিশপ্রধান ওম প্রকাশ

দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের সাবেক পুলিশপ্রধান ওম প্রকাশের মরদেহ তার নিজ বাসভবন থেকে উদ্ধার করা হয়েছে। খবর, এনডিটিভি’র।

রোববার (২০ এপ্রিল) বেঙ্গালুরুর এইচএসআর লেআউটে অবস্থিত তার তিনতলা বাড়ির নিচতলার ঘর থেকে রক্তাক্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ঘরের মেঝেতে রক্তে ভেজা অবস্থায় ওম প্রকাশের দেহ পড়ে থাকতে দেখা যায়। তার দেহে স্পষ্ট আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, সাবেক এই শীর্ষ পুলিশ কর্মকর্তার স্ত্রী পল্লবীই প্রথম পুলিশকে ঘটনার ব্যাপারে জানান। পরে পুলিশ পল্লবী এবং তার মেয়েকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। প্রাথমিক তদন্তে পরিবার সদস্যদের জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ওম প্রকাশ ১৯৮১ ব্যাচের ভারতীয় পুলিশ সার্ভিস (আইপিএস) কর্মকর্তা ছিলেন। ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি কর্নাটক রাজ্যের পুলিশ মহাপরিচালক (ডিজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.