বাঞ্জি জাম্পের সময় ছিঁড়ে গেল দড়ি

0
658
দুর্ঘটনার সেই মূহুর্ত ।

রোমাঞ্চপ্রিয় মানুষের কাছে বাঞ্জি জাম্প খুবই প্রিয়। তেমনই এক রোমাঞ্চপ্রেমী পোল্যান্ডের ডিনিয়ার একটি থিম পার্কে বাঞ্জি জাম্প করতে গিয়েছিলেন। কিন্তু এই রোমাঞ্চের সন্ধানে গিয়ে প্রাণটাই হারাতে বসেছিলেন তিনি। খবর এনডিটিভির

ওই ব্যক্তি প্রায় ৩৩০ ফুট উঁচু র‌্যাম্প থেকে লাফ দেওয়ার পরই ঘটে বিপত্তি। মাটি থেকে প্রায় ৩০-৪০ ফুট উঁচুতে থাকা অবস্থাতেই ছিঁড়ে যায় দড়ি। তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। সৌভাগ্যবসত নিচে এয়ার কুশন থাকায় প্রাণে বেঁচে যান তিনি।

পার্কের এক প্রত্যক্ষদর্শীর ক্যামেরায় ধরা পড়েছে ঘটনার পুরো দৃশ্য। সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

প্রাণ না হারালেনও গুরুতর আহত হয়েছেন ওই ব্যক্তি। নিচে পড়ার পর সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই ব্যক্তির মেরুদণ্ডে আঘাত লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দুর্ঘটনার পর পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন দর্শনার্থীরা। ঘটনার পর ক্ষমা প্রার্থনা করে দুঃখ প্রকাশ করেছে থিম পার্কটির পরিচালক সংস্থা। এই ধরণের ঘটনা এড়াতে ভবিষ্যতে আরও সতর্ক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.