বাজে ব্যাটিংয়ে ভারতের কাছে ফাইনালে হার বাংলাদেশের

0
9
রান তাড়ায় ব্যাটিং ভালো হয়নি বাংলাদেশের, এসিসি

বোলাররা ভারতকে আটকে রেখেছিলেন নাগালের মধ্যে। রান তাড়ায় ব্যাটিংয়ের শুরুটাও খারাপ ছিল না। কিন্তু রান তুলতে হাঁসফাঁস করতে করতে শেষ পর্যন্ত থামতে হয়েছে বেশ পেছনে থেকেই।

অনূর্ধ্ব–১৯ নারী এশিয়া কাপের ফাইনালে ভারতের ১১৭ রান তাড়া করতে নেমে বাংলাদেশ ৪১ রানে হেরেছে।

কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে রান তাড়ায় প্রথম ৬ ওভারে ২ উইকেটে ৩৫ রান ছিল বাংলাদেশের। কিন্তু পরের ছয় ওভারে কোনো বাউন্ডারি তো আসেইনি, ওভারে ৬ রানও ওঠেনি। এ সময় বাংলাদেশ হারায় আরও ২ উইকেট।

এরপরও শেষ ৪৮ বলে দরকার ছিল ৬৩ রান, হাতে ৬ উইকেট ছিল বলে অসম্ভবও ছিল না। কিন্তু এ পর্যায়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ একেবারে ভেঙে পড়ে। ২৬ বলের মধ্যে ১৩ রান তুলতে শেষ ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

জয়ের সুযোগ থাকা ম্যাচে বাংলাদেশের ইনিংস থামে ১৮.৩ ওভারে ৭৬ রানে। অথচ ইনিংসের বিরতিতেও ভালো সম্ভাবনা দেখছিল বাংলাদেশ।

৩১ রানে ৪ উইকেট নেন ফারজানা ইয়াসমিন
৩১ রানে ৪ উইকেট নেন ফারজানা ইয়াসমিন, এসিসি

টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে প্রথম পাঁচ ওভারের মধ্যে ২৫ রানে ২ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। ভারত গঙ্গাদি তৃষা ও নিকি প্রসাদের তৃতীয় উইকেট জুটি থেকে ৪১ রান পেয়ে কিছুটা ঘুরে দাঁড়ায়। তবে শেষের দিকে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারত আটকে যায় ৭ উইকেটে ১১৭ রানেই।

বাংলাদেশের পক্ষে ৩১ রানে ৪ উইকেট নেন পেসার ফারজানা ইয়াসমিন। নিশিতা আক্তার নেন ২ উইকেট।

তবে বোলারদের এই আনন্দ শেষ পর্যন্ত ব্যাটারদের ব্যর্থতায় মিলিয়ে গেছে।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ২০ ওভারে ১১৭/৭ (তৃষা ৫২, মিথিলা ১৭; ফারজানা ৪/৩১, নিশিতা ২/২৩)।

বাংলাদেশ: ১৮.৩ ওভারে ৭৬ (জুয়াইরিয়া ২২, ফাহমিদ ১৮; আয়ুশী ৩/১৭)।

ফল: ভারত ৪১ রানে জয়ী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.