২০৭ রানে অলআউট বাংলাদেশ
রোমারিও শেফার্ডের করা শেষ ওভারের প্রথম বলে ছক্কা মেরেছেন তানভীর ইসলাম। ওই ছক্কায় ২০০ পেরিয়েছে বাংলাদেশ। পরের দুই বলে এসেছে ১টি করে রান। চতুর্থ বলে দ্বিতীয় রান নিতে গিয়ে রানআউট হয়েছেন মোস্তাফিজ।
বাংলাদেশ ৪৯.৪ ওভারে ২০৭ রানে অলআউট।
২ ছক্কা মেরে আউট রিশাদ, হ্যাটট্রিক হলো না সিলসের
বাংলাদেশ: ৪৯ ওভারে ১৯৮/৯
৪৮তম ওভারে জাস্টিন গ্রিভসকে ছক্কা মারা রিশাদ হোসেন পরের ওভারে ছক্কা মেরেছেন জেইডেন সিলসকে। তবে ২ বল পরেই রিশাদকে বোল্ড করে প্রতিশোধ নিয়েছেন ক্যারিবীয় পেসার। ১৩ বলে ২৬ রান করেছেন রিশাদ। ৪৮.৪ ওভারে অষ্টম উইকেট হারায় বাংলাদেশ।
পরের বলেই আউট হয়েছেন তাসকিন আহমেদ। বাংলাদেশ ১৯৮/৯।
হ্যাটট্রিকের সামনে সিলস। হয়নি হ্যাটট্রিক। মোস্তাফিজুর রহমান ঠেকিয়ে দিয়েছেন।
বাংলাদেশ: ৪৮ ওভারে ১৯০/৭
সপ্তম উইকেট হারাল বাংলাদেশ। ৪৭.৩ ওভারে দলকে ১৮২ রানে রেখে বিদায় নিলেন নুরুল হাসান। ১০ বলে ৯ রান করা নুরুল লং অনে ক্যাচ দিয়েছেন। বাংলাদেশ কি ২০০ করতে পারবে?
ওভারের শেষ বলে জাস্টিন গ্রিভসকে ছক্কা মেরেছেন রিশাদ হোসেন। ওভারে এসেছে ১৩ রান।