বাংলাদেশে নারী বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আশাবাদী ক্রীড়া উপদেষ্টা

0
67
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আগামী অক্টোবরে বাংলাদেশে গড়ানোর কথা নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু দেশের সাম্প্রতিক রাজিনৈতিক অস্থিরতার কারণে এর ভবিষ্যৎ শঙ্কায় পড়েছে। বিষয়টি আমলে নিয়ে বিসিবি এরইমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে সহায়তা চেয়েছে। এবার আশার বাণী শোনালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা নবম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ‘এ’ গ্রুপের পাঁচটি দলের (অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা) ম্যাচগুলো হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, ‘বি’ গ্রুপের বাংলাদেশ, ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচগুলো হবে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। কিন্তু এখন টুর্নামেন্টের আয়োজনই শঙ্কার মুখে। যদিও বাংলাদেশে এর আয়োজন নিয়ে আশাবাদী আসিফ মাহমুদ।

একটি জাতীয় দৈনিককে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমি এখন থেকেই তৎপরতা শুরু করেছি। আশা করি, এটা বাংলাদেশের বাইরে যাবে না। দেশ গঠনের সময় যদি এ রকম কিছু ঘটে, তাহলে সেটা আমাদের ভাবমূর্তির জন্য খুবই ক্ষতিকর হবে।’

আসিফ যোগ করেন, ‘সংস্কারের জন্য আমরা রোববারই বসব। আমি সচিবের সঙ্গে বসব। মন্ত্রণালয়ে বসে আমরা সিদ্ধান্ত নেব। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূস স্যার আমাদের নেতৃত্বে আছেন, যিনি নিজেও ক্রীড়াপ্রেমী। তিনি কয়দিন আগে অলিম্পিকের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। তার সঙ্গে কথা বলে আশা করি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আমাদের দেশেই ঠিকঠাক আয়োজন করতে পারব।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.