বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ওমর ইশরাক ইনটেলের বোর্ড চেয়ারম্যান হলেন

0
295
ওমর ইশরাক। ছবি: ইনটেলে সৌজন্যে

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ইনটেল বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ওমর ইশরাককে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে। ইনটেলের ওয়েবসাইটে বিষয়টি তুলে ধরা হয়েছে।

ইনটেল নিউজরুমের এক বিবৃতি অনুযায়ী, অ্যান্ডি ব্রায়ান্টের জায়গায় আসছেন ওমর। সাত বছর দায়িত্ব পালনের পর সরে যাচ্ছেন ব্রায়ান্ট।

বর্তমানে ইনটেলের সাপ্লাই চেইন সংকটে রয়েছে, যা কোম্পানির প্রসেসরের লাইনে ঘাটতি তৈরি করেছে। ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারাভিত্তিক ওই প্রতিষ্ঠানটি বলছে, দ্রুত বোর্ড চেয়ারম্যানের পদে পরিবর্তন কার্যকর করা হবে।

৬৪ বছর বয়সী ওমর মেডট্রনিক নামের একটি মেডিকেল প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে কাজ করছিলেন। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রে। ইনটেলে নিয়োগের পর তিনি মেডট্রনিকের পদ থেকে সরে দাঁড়াবেন।

মেডট্রনিকসের ওয়বেসাইট অনুযায়ী, ওমর বাংলাদেশে বড় হয়েছেন। তিনি ইউনিভার্সিটি অব লন্ডন, কিংস কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করেছেন। এ ছাড়া তিনি এশিয়া সোসাইটির বোর্ড অব ট্রাস্টির একজন সদস্য।

বোর্ড সভাপতি নির্বাচিত হওয়ার পর বুধবার রাতে টুইটারে ওমর ইশরাক ইনটেল নিউজের ঘোষণার পেজ শেয়ার করেন। তিনি লেখেন, ‘ইনটেলের মতো কোম্পানি যেটি কার্যত বিশ্বকে পরিবর্তন করে দিয়েছে, তার সেবা করতে সম্মানিত বোধ করছি। প্রযুক্তি সম্পর্কে আরও শিখতে এবং একটি দুর্দান্ত টিমের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে উৎসাহিত।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.